ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০২০, ১১:০১:৫৯
ছবি: ইন্টারনেট
স্ট্যামফোর্ড ব্রিজে রোববার চেলসির বিপক্ষে গোল শুন্য ড্র করেছে টটেনহ্যাম। যে কারণে দলটি হারিয়েছে পয়েন্ট। তবে ঠিকই ইংলিশ প্রিমিয়ার লিগের টেবিলের শীর্ষে উঠেছে তারা।
চলতি মৌসুমে দারুণ ছন্দে রয়েছে চেলসি ও টটেনহ্যাম। তাই রোববার জমজমাট লড়াইয়ের আশা করেছিলেন ফুটবল প্রেমিরা। কিন্তু তেমনটা হয়নি। শেষ পর্যন্ত ম্যাচটি শেষ হয় অমীমাংসিতভাবে।
রোববার ঘরের মাঠে বল দখলের লড়াইয়ে এগিয়ে ছিল চেলসি। তবে আক্রমণে তেম ন ধার ছিল না তাদের। এদিকে টটেনহ্যামেরও খেলায় দেখা যায়নি তেমন গতি। তাই বিরতির আগে কোনো দলই নিশ্চিত সুযোগ তৈরি করতে পারেনি। অবশ্য প্রথম উল্লেখযোগ্য সুযোগ পান টটেনহ্যামের স্টিভেন বের্গভিন। তবে ভালো পজিশন থেকে উড়িয়ে মেরে হতাশ করেন এই ডাচ ফরোয়ার্ড। আর সের্জ অরিয়েরের শট ঠেকিয়ে দেন চেলসি গোলরক্ষক এদুয়াঁ মঁদি।
দ্বিতীয়ার্ধেও সেই একইভাবে চলতে থাকে খেলা। প্রতিপক্ষ গোলরক্ষককে কেউই তেমন কোনো পরীক্ষায় ফেলতে পারছিল না। শেষ দিকে ভালো দুটি সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি চেলসি। এদিকে যোগ করা সময়ে ডি-বক্সে গোলরক্ষক উগো লরিসকে একা পেয়েও অলিভিয়ে জিরুদ শট নিতে ব্যর্থ হওয়ায় টানা তিন জয়ের পর পয়েন্ট হারায় চেলসি।
এ ড্রয়ে ১০ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে উঠেছে টটেনহ্যাম। সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে পিছিয়ে দ্বিতীয় স্থানে লিভারপুল। ১৯ পয়েন্ট নিয়ে তিনে চেলসি। ৯ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে আছে সপ্তম স্থানে ম্যানচেস্টার ইউনাইটেড।
নিউজজি/সিআর