শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ওয়ানডেতে কোহলি নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টির মতো!

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৩০, ২০২০, ১২:৩২:১৬

320
  • ছবি: ইএসপিএনক্রিকইনফো

বেশ আগে থেকেই টি-টোয়েন্টিতে কোহলির নেতৃত্ব নিয়ে সমালোচনা করে আসছেন গৌতম গম্ভীর। এবার সেই তিনিই বুঝতে পারছেন না অস্ট্রেলিয়া সফরের ওয়ানডে সিরিজে বিরাটের নেতৃত্ব। তার মনে হয়েছে ৫০ ওভারের ক্রিকেটে এ তারকা নেতৃত্ব দিচ্ছেন টি-টোয়েন্টির মতো। 
 
দ্বিতীয় ওয়ানডেতে রোববার সিডনিতে নতুন বলে মোহাম্মদ শামি ও জাসপ্রিত বুমরাহকে ২ ওভারের স্পেল করান কোহলি। শামিকে মূলত প্রান্ত বদলের জন্যই থামান কোহলি, পরের ওভারেই এই পেসারকে অন্য প্রান্ত থেকে আক্রমণে আনেন তিনি। তবে বুমরাহর স্পেল ছিল দুই ওভারেরই। এদিকে পাওয়ার প্লেতে বুমরাহকে মাত্র এক ওভার বল করার কোহলি। প্রথম ৩ ওভারে ১ মেডেন নিয়ে ৯ রান দেওয়ার পর বুমরাহকে আরেক দফা বিরতি দিয়ে একটু পর আরেকবার ১ ওভারের স্পেল করান অধিনায়ক। এ ব্যাপারটিই গম্ভীরের কাছে ভালো লাগেনি। যে কারণে কোহলির নেতৃত্ব নিয়ে ফের প্রশ্ন তুললেন তিনি। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোক এ ব্যাপারে গম্ভীর বলেছেন, ‘আমি আসলেই তার অধিনায়কত্ব বুঝতে পারছি না। আমরা বারবার বলে আসছি, অস্ট্রেলিয়ার এই ব্যাটিং লাইন-আপকে চাপে ফেলতে শুরুতে উইকেট নেওয়া কতটা জরুরি। অথচ দলের মূল বোলারকে দেওয়া হলো মাত্র ২ ওভার। সাধারণত ওয়ানডেতে এক বোলারের স্পেল থাকে ৪-৩-৩।’
 
গম্ভীর আরও বলেন, ‘অথচ দলের সেরা বোলারকে ২ ওভার দেওয়া হলো শুরুতে। এই ধরনের অধিনায়কত্ব আমার মাথায় ঢুকছে না, বিশ্লেষণও করতে পারব না। এটা তো টি-টোয়েন্টি ক্রিকেট নয়! আমি তার সিদ্ধান্তের কারণ খুঁজে পাচ্ছি না, খুবই বাজে অধিনায়কত্ব।’
 
কোহলির ভুলেই সিরিজের শুরুর দুই ওয়ানডেতে আগে ব্যাট করে রানের পাহাড় গড়ে অস্ট্রেলিয়া। জবাব দিতে নেমে দুই ম্যাচেই ব্যাটিংটাও ঠিকঠাক হয়নি সফরকারীদের। যে কারণে এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া হয়েছে রবি শাস্ত্রীর শিষ্যদের। 
 
নিউজজি/সিআর 

 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন