স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৩, ২০২১, ২০:৫৯:৫২
মুশফিক-সাকিব।ছবি-ইন্টারনেট
২০১৯ বিশ্বকাপে বাংলাদেশকে ৩২২ রানের চ্যালেঞ্জ দিয়েও সেই চ্যালেঞ্জে হেরে গেছে ওয়েস্ট ইন্ডিজ। টন্টনে ৯৯ বলে ১২৪ রানের হার না মানা ইনিংসে দু'দলের মধ্যে ব্যবধান তৈরি করেছেন বাঁ হাতি অল রাউন্ডার সাকিব।
৫১ বল হাতে রেখে বাংলাদেশের ৯ উইকেটে জয়ের সেই ছবিটা এখনো দুঃসহ যন্ত্রনা দিচ্ছে ওয়েস্ট ইন্ডিজকে। নিষেধাজ্ঞা কাটিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন বিশ্বসেরা অল রাউন্ডার সাকিব।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সাকিবের রেকর্ডটাও দারুন।ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১০ টেস্টে ৭৪৫ রানের পাশে ৪৬ উইকেট, ১৮ ওয়ানডে ম্যাচে সেখানে ৭২১ রানের পাশে ১৮ উইকেট সাকিবের।
সে কারণেই সাকিবকে প্রধান প্রতিপক্ষ ভাবছেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাথওয়েট। বুধবার ভার্চুয়াল কনফারেন্সে দেয়া সাক্ষাতকারে অবলীলায় সে কথাই বলেছেন উইন্ডিজ ভারপ্রাপ্ত অধিনায়ক- 'অবশ্যই সাকিব দলটির প্রধান ক্রিকেটার।'
শুধু সাকিব একাই নন, বাংলাদেশ দলের দুই সিনিয়র ক্রিকেটার মুশফিকুর রহিম এবং মাহমুদউল্লাহকেও সমীহ করছেন ক্রেইগ ব্রাথওয়েট- 'রহিম (মুশফিকুর রহিম) অবশ্যই দারুন খেলোয়াড়। তাদের আছে মাহমুদউল্লাহ। তারা বাংলাদেশের মাটিতে ভাল খেলে। বেশ ক'জন স্পিনারের সমাবেশে তারা দারুন একটি দল। দলটির ব্যাটিং সামর্থও দারুন।'
হোমে বাংলাদেশের প্রধান শক্তি স্পিন। তা স্বীকার করতে দ্বিধা নেই ওয়েস্ট ইন্ডিজের ভারপ্রাপ্ত অধিনায়কের। স্পিন মোকাবেলার কৌশল খুঁজছেন ব্রাথওয়েট-'আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিটি চ্যালেঞ্জ পার করার পথ বের করে নিতে হয়। সর্বশেষ সফরে তাদের স্পিনাররা ভাল করেছে। আমরা কিভাবে ভাল করতে পারি,তার পর্যালোচনা করেছি। কোথায় কোথায় উন্নতি করতে হবে, তা বের করেছি। বিশেষ পরিকল্পনা আছে। চ্যালেঞ্জ নিতে মুখিয়ে আছি আমরা। আমাদের বিশ্বাস আছে,মাঠে প্রয়োগ করতে পারব। নিজেদের প্রস্তুতির উপর আস্থা রাখছি।'