স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ১৬, ২০২১, ২০:২৫:০৮
বঙ্গবন্ধু বাংলাদেশ ওডিআই সিরিজের লোগো।ছবি-সংগৃহিত
করোনা ভাইরাসের বৈশ্বিক মহামারীর কারনে ১০ মাস আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে কাটিয়েছে বাংলাদেশ দল। এই সময়ে আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রামে (এফটিপি) থাকা ৪টি দ্বি-পাক্ষিক সিরিজ হয়েছে স্থগিত।
করোনাকালে অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার উপায় পেয়েছে বাংলাদেশ। আগামী ২০ জানুয়ারি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হোম সিরিজে অবতীর্ন হবে বাংলাদেশ দল। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বলে স্বাগতিক বাংলাদেশ দল থাকবে চাপে।
এমনটাই মনে করছেন প্রধান নির্বাচক মিনহাজুল অবেদিন নান্নু- ' আমরা ১০ মাস পর আন্তর্জাতিক ক্রিকেতে ফিরতে যাচ্ছি।আমাদের জন্য একটা ফ্রেশ শুরু করা। কারণ একটা লম্বা বিরতি গিয়েছে আন্তর্জাতিক ক্রিকেটে এত বড় গ্যাপ মানে নতুন করে শুরু করার অর্থ শূন্য থেকে শুরু করা। সে হিসেবে প্লেয়ারদের উপর একটা চাপ অবশ্যই থাকবে, চ্যালেঞ্জ নিয়ে খেলতে হবে। যেহেতু আমরা ঘরের মাথে খেলছি আরও বেশি চ্যালেঞ্জের।'
১৮ সদস্যের যে দলটি আছে, নতুন-পুরাতনদের অভিজ্ঞতার সমাবেশে এই দলটি ভাল পারফর্ম করবে বলে প্রত্যাশা করছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু-' প্রত্যাশা থাকবে ভালো ক্রিকেট খেলা। আমার বিশ্বাস আমাদের প্লেয়াররা যথেষ্ট অভিজ্ঞ আছে। নতুন এবং পুরাতন মিলিয়ে অভিজ্ঞতার দিক দিয়ে ভালো একটা দল হয়েছে। আমি আশা করছি এই সিরিজে আমরা ভালো ক্রিকেট উপহার দিতে পারবো।'
নান্নুর প্রত্যাশা ইতিবাচক ক্রিকেট-'যেহেতু আমরা ওয়েস্ট ইন্ডিজকে পেয়েছি প্রথমেই ঘরের মাঠে আমরা চাই ভালো ক্রিকেটটা খেলে সিরিজটা শুরু করতে।আমি বিশ্বাস করি এই দল আমাদের ভালো একটা সিরিজ উপহার দিবে।আশা করছি এই সিরিজে ইতিবাচক ক্রিকেট খেলে ভালো ক্রিকেটটা দেখতে পারবো।'
ওয়েস্ট ইন্ডিজের এই দলটিতে নেই তাদের সেরা ১০ ক্রিকেটার। অভিজ্ঞতা বিচারে বাংলাদেশ দল এগিয়ে।হোমে সিরিজ বলে এই সিরিজটা গুরুত্বপূর্ন হয়ে উঠেছে বলে মনে করছেন তিনি-'আমরা খেলবো ওয়েস্ট ইন্ডিজের সাথে। আমাদের চেয়ে ওদের ক্রিকেটীয় অভিজ্ঞতা অনেক অনেক বেশি। আমাদের জন্য ঘরের মাঠের ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ। আআমদের জন্যও এটা একটা চাপ কাজ করবে। এসব চিন্তা না করে একটা আন্তর্জাতিক খেলে, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। সবাই মিলে টোটাল পারফরম্যান্সে এই সিরিজটা আমরা ভালো করতে চাই। ভালো ক্রিকেট খেলে অবশ্যই ভালো একটা সিরিজ প্রত্যাশা করছি। এখন আমরা চিন্তা করছি সিরিজ বাই সিরিজ যাবো।'
ওয়ানডে সিরিজের দল: তামিম ইকবাল (অধিনায়ক), সাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস, মাহমুদউল্লাহ, আফিফ হেসেন, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মেহেদি হাসান, রুবেল হোসেন।