ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৯, ২০২১, ১৮:৩০:১৬
ছবি: ইন্টারনেট
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর বুধবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টাইগারদের নতুন শুরুর আগে শুভেচ্ছা জানিয়েছেন সদ্য সাবেক অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। একই সঙ্গে নতুন অধিনায়ক তামিম ইকবালের জন্য স্পেশাল ভালোবাসা এবং দোয়া রইলো বলে জানিয়েছেন নড়াইল এক্সপ্রেস।
বাংলাদেশ ক্রিকেট দলকে নতুন শুরুর জন্য শুভকামনা জানিয়েছেন মাশরাফি। নিজের ভেরিফাইড ফেসবুক পেজে লিখেছেন, ‘বাংলাদেশের ক্রিকেট ভক্তদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রিয় ক্রিকেট দল কাল (বুধবার) মাঠে নামছে। দলের প্রতি রইলো শুভকামনা। তামিম ইকবাল খানের জন্য রইলো বিশেষ ভালোবাসা এবং দোয়া।’
ভক্তদের বাংলাদেশ আওয়াজ তোলার আহ্বান জানিয়েছেন মাশরাফি, ‘সকল চাপকে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিজয়ী হয়ে আসবে এই দোয়াই করছি। নতুন শুরুর জন্য শুভকামনা। আওয়াজ একটাই -বাংলাদেশ।’
বুধবার বেলা সাড়ে ১১টায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে নামবে বাংলাদেশ। ম্যাচটি অনুষ্ঠিত হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
নিউজজি/সিআর