ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৩, ২০২১, ১০:৩০:৪১
ছবি: ইন্টারনেট
মাঠের ফুটবলে সময়টা একবারেই ভালো যাচ্ছে না রিয়াল মাদ্রিদের। এরমধ্যেই সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি পেল দুঃসংবাদ। তাদের কোচ জিনেদিন জিদান করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এক বিবৃতিতে শুক্রবার কোচের কোভিড-১৯ পরীক্ষার ফল পজিটিভ আসার খবর জানায় লা লিগার দলটি।
করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় লিগে শনিবার স্বাগতিক আলাভেসের বিপক্ষে ম্যাচে ডাগআউটে কোচ জিদানকে পাচ্ছে না রিয়াল মাদ্রিদ।
এরআগে চলতি মাসের শুরুতে করোনাভাইরাসে আক্রান্ত একজনের সংস্পর্শে আসায় আইসোলেশনে ছিলেন জিদান। এজন্য একটি অনুশীলন সেশনে অনুপস্থিত ছিলেন তিনি।
এদিকে মৌসুমের শুরুর দিকে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন রিয়ালের ইডেন হ্যাজার্ড আজার, কাসেমিরো ও এদের মিলিতাও।
নিউজজি/সিআর