স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৩, ২০২১, ২০:২০:১৯
উইন্ডিজ হেড কোচ ফিল সিমন্স। ছবি-ইন্টারনেট
সেরা ১০ ক্রিকেটহীন ওয়েস্ট ইন্ডিজ দল বাংলাদেশের কাছে কতোটা অসহায়, সিরিজের প্রথম ২ ম্যাচে বড় ব্যবধানে হেরে তা হাড়ে হাড়ে টের পেয়েছে। এক ম্যাচ আগে সিরিজ হেরে এখন হোয়াইট ওয়াশ এড়াতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ।
বাংলাশের বিপক্ষে সর্বশেষ ২টি সিরিজ হেরেছে ওয়েস্ট ইন্ডিজ ২-১এ। এবার বাংলাদেশ সফরেও স্বান্ত্বনা পেতে চায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে সুপার লিগে নিজেদের অভিষেক সিরিজে ওয়েস্ট ইন্ডিজের লক্ষ্য এখন ১০ পয়েন্ট।
শনিবার চট্টগ্রামে পৌছে এই লক্ষ্যের কথা শুনিয়েছেন দলটির হেড কোচ ফিল সিমন্স। শনিবার হোয়াটস অ্যাপে প্রেরিত ভিডিও কনফারেন্সে সে কথাই বলেছেন ফিল সিমন্স-' ছেলেরা এই স্তরে তারা কী করতে পারে তা দেখানোর এটাই সুযোগ। আমরা এখানে এসেছিলাম ৩০ পয়েন্টের জন্য, এখন ১০ পয়েন্টের সুযোগ আছে।'
জোড়া তালি মার্কা দলটি সিরিজের প্রথম ম্যাচের চেয়ে দ্বিতীয় ম্যাচে ব্যাটিংয়ে কিছুটা ইমপ্রুভ করেছে। ১২২-এর পর ১৪৮ স্কোর করেছে। তাতেই উন্নতি দেখছেন উইন্ডিজ কোচ- 'অধিকাংশ ক্রিকেটারের উন্নতি হয়েছে। প্রথম ম্যাচে ১২২ স্কোরের পর দ্বিতীয় ম্যাচে ১৪৮ স্কোর করেছি।'
ব্যাটিংয়ে লক্ষ্য এখন ২৩০ থেকে ২৫০ স্কোর। এই বার্তাটাই দিয়েছেন তিনি শিষ্যদের-'আমাদের দরকার এখন ২৩০ থেকে ২৪০-২৫০ স্কোর। তাহলে প্রতিদ্বন্দ্বীতা হবে। বোলারদের বোলিং করার জন্য কিছু দিতে, এবং সেই দিকটিতে চৌকস থাকতে হবে। অবশ্যই ১০ পয়েন্ট নিতে চাই।'
বাংলাদেশের স্পিনে যারা বেসামাল, সাকিব,মিরাজের ঘুর্নি যাদের কাছে আতঙ্কের,তারা তারা কিভাবে ২৩০ থেকে ২৫০ স্কোর করবে ?