ক্রীড়া ডেস্ক জানুয়ারী ২৪, ২০২১, ১০:৩৩:১৬
ছবি: টুইটার
সাউথ্যাম্পটনের বিপক্ষে হেরে এফএ কাপের চতুর্থ রাউন্ড থেকে বিদায় নিয়েছে আর্সেনাল। শনিবার গাব্রিয়েলের আত্মঘাতী গোলে ১-০ ব্যবধানে হারে গতবারের চ্যাম্পিয়নরা।
ঘরের মাঠে শনিবার বাংলাদেশ সময় রাতে সাউথ্যাম্পটন এগিয়ে যায় ম্যাচের ২৪তম মিনিটে। কাইল ওয়াকার-পিটার্সের নিচু ক্রস ব্রাজিলিয়ান ডিফেন্ডার গাব্রিয়েলের বাড়ানো পায়ে লেগে দিক পাল্টে গোলরক্ষক বার্নড লেনোকে ফাঁকি দেয়।
দ্বিতীয়ার্ধে মরিয়া হয়ে লড়েছে আর্সেনাল। তবে রব হোল্ডিং, থমাস পার্টে, বুকায়ো সাকারা ভুরি ভুরি সুযোগ পেয়েও দলকে সমতায় ফেরাতে পারেননি। ফলে ১-০ গোলে হারে এফএ কাপে এবারের যাত্রা থেমেছে বর্তমান চ্যাম্পিয়নদের।
শেষ ষোলোয় সাউথ্যাম্পটেনর প্রতিপক্ষ উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্স।
নিউজজি/সিআর