স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৭, ২০২১, ২০:০০:০৪
সেঞ্চুরির পথে ফাওয়াদ আলমের একটি শট। ছবি-ক্রিকইনফো
দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস : ২২০/১০ (৬৯.২ ওভারে)
পাকিস্তান ১ম ইনিংস : ৩০৮/৮ (১০৭.০ ওভারে)
( ২য় দিন শেষে)
প্রথম দিনের শেষ দেড় ঘন্টায় পাকিস্তানের উপর দিয়ে বইয়ে গেছে ঝড়। করাচি টেস্টে দক্ষিণ আফ্রিকার ২২০ রানের জবাব দিতে এসে এক দমকা হাওয়ায় বড় ধাক্কা খেয়েছে পাকিস্তান।
স্কোরশিটে মাত্র ৩৩ উঠতে হারিয়েছে ৪ ব্যাটসম্যান। সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে পাকিস্তান দ্বিতীয় দিনে।
ফাওয়াদ আলমের সেঞ্চুরি (১০৯),আজহার আলী (৫১)ও ফাহিম আশরাফের হাফ সেঞ্চুরিতে (৬৪) দ্বিতীয় দিন শেষে পাকিস্তানের স্কোর ৩০৮/৮। লিড নিয়েছে স্বাগতিক দল ৮৮ রানে।
এই দিনে পাকিস্তান ৪ ব্যাটসম্যান হারিয়ে স্কোর কার্ডে যোগ করেছে ২৭৩ রান। দিনের প্রথম সেশনে উইকেটহীন ৭১ রানে লিডের স্বপ্ন দেখেছে পাকিস্তান। প্রথম দিন ৫ রানে অবিচ্ছিন্ন থাকা আজহার আলী থেমেছেন ৫১তে। ৫ম উইকেট জুটিতে ফাওয়াদ আলমের সাথে ৯৪ রানে রেখেছেন ভুমিকা। তবে দিনটি ছিল ফাওয়াদ আলমের। ২০০৯ সালে কলোম্বোর পি.সারা ওভালে টেস্ট অভিষেকে সেঞ্চুরির পর (১৬৮) ছন্দ হারিয়েছেন। ৩ টেস্ট খেলে ১১ বছর ছিলেন টেস্টের বাইরে। করোনাকালে সাউদাম্পটন টেস্টে ফিরে এখন নিজেকে পাকিস্তানের সেরা টেস্ট ব্যাটসম্যান হিসেবে উপস্থাপন করেছেন নিজেকে ৩৫ বছর বয়সী এই বাঁ হাতি মিডল অর্ডার। প্রত্যাবর্তনে সুদিন ফিরে পাওয়া ফাওয়াদ আলম গত ডিসেম্বরে মাউন্ট মঙ্গানুইয়ে করেছেন সেঞ্চুরি (১০২)। করাচিতে দেখা পেলেন তৃতীয় টেস্ট সেঞ্চুরি। দক্ষিণ আফ্রিকা স্পিনার কেশব মহারাজকে ছক্কার চুমোয় তৃতীয় টেস্ট সেঞ্চুরি দিয়েছেন উপহার। দিনটা পারও করার আভাস দিয়েছিলেন। তবে এনগিডিকে ফ্লিক করতে যেয়ে মিড উইকেটে ক্যাচ দিয়ে থেমেছেন ১০৯ রানে এসে। ফাওয়াদ আলমের সেঞ্চুরির দিনে প্রোটিয়া সেরা পেসার থেকেছেন নিষ্কিয়। দ্বিতীয় দিনে কাটিয়েছেন এই বোলার উইকেটহীন। নরিজ(২/৮৪),এনগিডি (২/৫৫),মহারাজ (২/৭১) পেয়েছেন ২ টি করে উইকেট।