স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৭, ২০২১, ২০:৪৫:২২
জেরিমি ব্লাকউড। ছবি-ইন্টারনেট
করোনাকালে দারুন ২টি টেস্ট সিরিজ কেটেছে উইন্ডিজ ব্যাটসম্যান জেরিমি ব্লাকউডের। ইংল্যান্ডের বিপক্ষে সাউদাম্পটন টেস্টে তার ৯২ রানের ইনিংসে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ।
গত মাসে হ্যামিল্টন টেস্টে করেছেন ব্লাকউড সেঞ্চুরি (১০৪)। দারুণ ফর্মে থাকা এই টেস্ট ক্রিকেটার নতুন বছরটিও রাঙাতে চান-'আমি প্রশিক্ষণে স্বাভাবিক রুটিনগুলি অনুসরণ করছি।
২০২০ সালে ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ ২টি সিরিজের আমার পারফরমেন্স বেশ ভালো ছিল। তবে এটা ২০২১ সাল, একটি নতুন বছর। তাই আমাকে আমার ২০২০ সালকে পেছনে রাখতে হবে এবং সামনের দিকের দিকে ফোকাস করতে হবে।'
বাংলাদেশের বিপক্ষে ইতোপূর্বে খেলেছেন ২ টেস্ট। তা ৭ বছর আগের কথা। ২০১৪ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে সেই দুটি টেস্টে ৪২.০০ গড়ে করেছেন রান। বাংলাদেশের মাটিতে কখনও খেলেননি টেস্ট।
তবে বাংলাদেশ সফরে টেস্টে যে প্রধান প্রতিপক্ষ স্পিন, তা ধরে নিয়েছেন ব্লাকউড। বাংলাদেশের স্পিন সামাল দিয়ে রান করার জন্য প্রস্তুত ব্লাকউড-' বাংলাদেশে আসছি, আমি জানি এটি একটি অন্য চ্যালেঞ্জ এ। আএখানে অনেক স্পিনার বল করবে। সুতরাং আমি সব কিছুর জন্য প্রস্তুত। এই ধরণের উইকেট খুব শ্লো হয়ে থাকে। তাই আমাকে মানসিকভাবে প্রস্তুত থাকতে হবে। কারণ,টেকনিক্যালি ঠিক এই সময়ে বেশি কিছু করতে পারব না। মানসিকভাবে আমি জানি, উইকেট খুব শ্লো হবে এবং স্পিন হবে। একবার যখন মানসিকভাবে প্রস্তুত হব,তখন সব ঠিক হবে। নেটে আমার ব্যাটিংটা ভালই হচ্ছে। আমি এখন অপেক্ষা করছি মাঠে যাব এবং ভাল ক্রিকেট খেলব। বাংলাদেশে বেশ কিছুদিন ধরে আছি, তাই ক্রিকেট খেলতে আমি উদগ্রীব হয়ে আছি।'
ওয়ানডে সিরিজে হোয়াইট ওয়াশ হওয়ায় টেস্ট সিরিজকে সামনে রেখে মনোবলে বড় ধরণের ধাক্কা খেয়েছে ওয়েস্ট ইন্ডিজ,তা মনে করছেন না ব্লাকউড। বরং দলে একদল টেস্ট স্পেশালিস্ট ব্যাটসম্যান থাকায় বড় স্কোর করবে ওয়েস্ট ইন্ডিজ, এমনটাই মনে করছেন ব্লাকউড-'ব্যাটিং ভুমিকা পরিবর্তন করতে চাই না। গত ২ সিরিজে আমি রান করেছি। আমার লক্ষ্য ধারাবাহিকভাবে রান করা এবং দলের জন্য কিছু ম্যাচ জেতানো। আমি মনে করি,আমাদের এই ইউনিটটা ঠিক আছে। আমি সবার মধ্যে ক্ষুধার্ত ভাব দেখতে পাচিছ। আমি ব্যাটিং ইউনিটের উপর পুরোপুরি আত্মবিশ্বাসী। জন ক্যাম্পবেল,ক্রেইগ ব্রাথওয়েট,ইয়ং মোসলে,আমি এবং জোসেফ-ডিসেন্ট লাইন আপ। একবার গেম প্লানে কঠোর হলে বড় স্কোর না হওয়ার কোনও কারণ দেখি না।'
ব্লাকউড তার ব্যাটিং তরুণদের মধ্যে দেখতে চান- 'যখন ব্যাটিংয়ে নামি,তখন খুব ইতিবাচক থাকি। আমাদের দলের তরুণদের কেউ যখন আমার ব্যাটিং দেখবে,তখন তা অন্যদের উপর প্রভাব ফেলবে। আমি চেষ্টা করছি যতোটা সম্ভব তাদেরকে উদ্বুদ্ধ করতে। ম্যাচটাকে আমি খুব সাধারন দৃষ্টিতে দেখছি।'