স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৮, ২০২১, ২০:১২:৩৫
ইয়াসির শাহ,ইন অ্যাকশন।ছবি-ক্রিকইনফো
দক্ষিন আফ্রিকা : ২২০ ও ১৮৭/৪ (৭৫.০ ওভারে)
পাকিস্তান ১ম ইনিংস : ৩৭৮/১০ (১১৯.২ ওভারে)
(তৃতীয় দিন শেষে)
করাচি টেস্টের উইকেট ক্রমশ: ব্যাটিং ফ্রেন্ডলি হয়ে উঠছে। প্রথম দিন পড়েছে ১৪ উইকেট। দ্বিতীয় দিন সেখানে পড়েছে ৪ উইকেট। তৃতীয় দিনে দু'দল ৬ উইকেটে যোগ করেছে ২৫৭ রান।
দক্ষিন আফ্রিকার তৃতীয় দ্রুততম বোলার হিসেবে এই দিন টেস্টে ২০০ উইকেট ক্লাবের সদস্যপদ পেয়েছেন রাবাদা। ফাওয়াদ আলমের সেঞ্চুরিতে দ্বিতীয় দিনেই লিড নিয়েছিল পাকিস্তান।
করাচি টেস্টে সেই লিডটাকে বড় করেছে পাকিস্তানের শেষ ২ জুটি। টেল এন্ডার ইয়াসির শাহ এদিন ব্যাট করেছেন ওয়ানডে স্টাইলে (৩৭ বলে ৪ চার,১ ছক্কায় ৩৮ নট আউট)। তৃতীয় দিনের প্রথম সেশনে শেষ ২ জুটির ৭০ রানে ১৫৮ রানের লিড নিয়ে দারুণ অবস্থানে এখন স্বাগতিক দল। তৃতীয় দিন শেষে দক্ষিন আফ্রিকার স্কোর ১৮৭/৪। লিড পেয়েছে ২৯ রান।
যেভাবে শুরু করেছিল দক্ষিন আফ্রিকা দ্বিতীয় ইনিংস, তাতে চোখ রাঙিয়েছে তারা পাকিস্তানকে। প্রথম জুটির ৪৮-এর পর দ্বিতীয় জুটির ১২৭। তবে ভ্যান দার দুসেনকে (৬৪) সিলি মিড অফে ক্যাচ দিতে ইয়াসির বাধ্য করে এবং নোমান আলী মার্করামকে (৭৪) ফিরিয়ে দিয়ে শেষ বিকেলে স্বাগতিকদের দিয়েছেন স্বস্তি।
শেষ ৭ রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা ৩ ব্যাটসম্যান। প্রথম ইনিংসে ৩ উইকেট শিকারের (৩/৫৪) পর দ্বিতীয় ইনিংসেও পাকিস্তানের ট্রাম্প কার্ড লেগ স্পিনার ইয়াসির শাহ (৩/৫৩)। চতুর্থ দিন দক্ষিন আফ্রিকা ইনিংসটা কতো লম্বা করতে পারে, চতুর্থ ইনিংসে কতো বড় লিড নিতে পারে,তার উপর নির্ভর করছে ম্যাচের ভাগ্য।