স্পোর্টস রিপোর্টার জানুয়ারী ২৮, ২০২১, ২১:২৭:২৫
আবাহনীর গোলমুখে মোহামেডানের একটি আক্রমন। ছবি-ইন্টারনেট
ঢাকার বাইরে আবাহনী-মোহামেডান ফুটবল লড়াই কতোটা উত্তাপ পেতে পারে, বৃহস্পতিবার কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে সেই উত্তেজনা দেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
করোনাকালে সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা এদিন আয়োজকরা করেছেন লঙ্ঘন। ছোট্ট স্টেডিয়ামে ৩০ টাকার টিকিট কেঁটে গ্যালারি উপচে পড়েছে দর্শকে।
এতো দর্শক উপস্থিতি অবশ্য মোহামেডানকে করেছে উজ্জীবিত। কাগজে-কলমে এবং নিকট অতীতের পারফরমেন্সে এগিয়ে থাকা ঢাকা আবাহনী এদিন ফেভারিটের মতো খেলতে পারেনি। প্রিমিয়ার লিগে এর আগে পয়েন্ট হারায়নি আবাহনী। তবে মোহামেডানের প্রবল বাধার মুখে ২-২ গোলে ড্র'য়ে থামতে হয়েছে আবাহনীকে।
খেলার ১৪ মিনিটে প্রথমে এগিয়ে যায় আবাহনী।আফগান ডিফেন্ডার মাসিহ সাইঘানির ফ্রি কিক কেরভেন্স ফিলস বেলফোর্ট হেড হয়ে ব্রাজিলের রদ্রিগেজ নিখুঁত হেডে এগিয়ে দেন আবাহনীকে (১-০)। সমতায় ফিরে আসতে মোহামেডানকে বেশিক্ষন অপেক্ষা করতে হয়নি। মাত্র ৩ মিনিটের মধ্যে গোলটি শোধ করে সাদা-কালো জার্সিধারীরা। পাল্টা আক্রমণ থেকে জাফর ইকবালের ক্রসে নাইজেরিয়ান আবিওলা নুরাত থেকে মালির স্ট্রাইকার সোলেমান দিয়াবাতে করেন গোল (১-১)।
খেলার ৩৩ মিনিটে আবাহনীকে এগিয়ে নেন জুয়েল। কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন এই ফরোয়ার্ড (২-১)।
প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে থাকা মোহামেডান ৬৬ মিনিটে সমতাসূচক গোল করে। মোহামেডানকে সমতায় ফেরান নাইজেরিয়ান সোলেমান দিয়াবাতে (২-২)।