স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ২৩, ২০২১, ১৬:২৩:৫২
ঢাকা টেস্ট চলাকালে ডাগ আউটে মোস্তাফিজ।ছবি-ক্রিকইনফো
গত ১৮ ফেব্রুয়ারি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ১ কোটি রুপিতে মোস্তাফিজুর রহমান বিক্রি হয়েছেন রাজস্থান রয়েলসে। আইপিএল চলাকালে শ্রীলংকা সফরে বাংলাদেশ দলের খেলার কথা ২ টেস্ট।
সেই টেস্ট সিরিজে খেলবেন না বলে সাকিব নিয়েছেন অগ্রীম ছুটি। ৩ কোটি ২০ লাখ রুপিতে কোলকাতা নাইট রাইডার্সে বিক্রি হয়ে দেশের স্বার্থ বাদ দিয়ে আইপিএলকে বেছে নিয়েছেন সাকিব।
সাকিব ইস্যুতে বিব্রতকর পরিস্থিতিতে পড়েছে বিসিবি। শুধু সাকিবই নয়, মোস্তাফিজ শ্রীলংকা সফর থেকে বিরত থাকতে চাইলে তাকেও অনাপত্তিপত্র দেয়া হবে বলে সোমবার গণমাধ্যমকে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি।
গণমাধ্যমকে বলেছিলেন-'মোস্তাফিজ আজকে (সোমবার) এসেছিল আমার সাথে দেখা করতে। আমাকে বলেছে সে আইপিএলে সে যাবে কিনা জানতে চায়। আমি বলেছি দেখো এখানে আমার কিছুই বলার নাই। তুমি যদি খেলতে না চাও, তুনি যদি ওখানে যেতে চাও আমাদেরকে একটা চিঠি দিয়ে দাও, আমরা তোমাকে আটকাবোনা। বার্তাটা সবার জন্য, একদম পরিষ্কার। এটা কোন বিশেষ ব্যক্তির জন্য না, এটা সাকিবের জন্য কোন সিদ্ধান্ত নিচ্ছিনা। এটা সবার জন্যই সমান।’
সাকিবের আইপিএল প্রীতি এই বিশ্বসেরা অল রাউন্ডারকে সমালোচনায় বিদ্ধ করায় মোস্তাফিজ সিদ্ধান্ত পাল্টে ফেলেছেন। সোমবার বিসিবি সভাপতির সঙ্গে কথা বলে মঙ্গলবার জানিয়েছেন তার অবস্থান। আইপিএল নয়,মোস্তাফিজের কাছে দেশ বড়। যেতে চান শ্রীলংকা সফরে। খেলতে চান শ্রীলংকা সফরে টেস্ট-' বিসিবি আমার উপরেই ছেড়ে দিয়েছে। আমার কথা হলো ওইসময় তো শ্রীলঙ্কা সিরিজ। যদি আমাকে টেস্টে রাখে তাহলে আমি টেস্ট খেলব, যদি না রাখে তাহলে বিসিবি যেটা বলবে আমি সেটাই করবো।সবার আগে আমার দেশের খেলা প্রথম।'
সর্বশেষ টেস্ট সিরিজে নিজেকে মেলে ধরতে পারেননি মোস্তাফিজ। চট্টগ্রাম টেস্টে প্রথম ইনিংসে ২ উইকেট (২/৪৬) পেলেও দ্বিতীয় ইনিংস কেঁটেছে তার উইকেটহীন (০/৭১)। এমন পারফরমেন্সে বিবেচ্য হননি মোস্তাফিজ ঢাকা টেস্টে। বিসিবির কেন্দ্রিয় চুক্তিতে লাল বলে নেই মোস্তাফিজ। সে কারণে টেস্ট দলে মোস্তাফিজের ফেরা নিয়ে সন্দিহান অনেকে। তারপরও আইপিএল খেলার জন্য বিসিবির কোর্টে বল ঠেলে দিয়েছেন মোস্তাফিজ-'যদি দলে নির্বাচিত না হই, যদি বিসিবি ছাড়ে তাহলে খেলব (আইপিএল)।'
নিউজিল্যান্ড যাত্রার ক'ঘন্টা আগে গণমাধ্যমকে নিজের অবস্থান পরিষ্কার করে সমালোচনা থেকে অন্ততঃ পরিত্রান পেয়েছেন মোস্তাফিজ।