স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ২৩, ২০২১, ১৭:০৫:৪৬
উইকেট পাওয়ার পর সাইফউদ্দিন।ছবি-ক্রিকইনফো
বিশ্বকাপ থেকে ইনজুরি বড় ভোগাচ্ছে পেস অল রাউন্ডার সাইফউদ্দিনকে। সাদা বলে অপরিহার্য হয়ে ওঠা এই অল রাউন্ডার বিশ্বকাপে পেইন কিলার ইনজেকশন নিয়ে খেলেছেন।
ইনজুরির কারণে মিস করেছেন শ্রীলংকা এবং ভারত সফর। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে খেলতে পেরেছেন মাত্র ১টি ম্যাচ। সিরিজের শেষ ম্যাচে প্রাপ্ত সুযোগকে করেছেন সদ্বব্যহার (৩/৫১)।
২৪ বছর বয়সী এই পেস অল রাউন্ডারের নিউজিল্যান্ডের বিপক্ষে রেকর্ডটা মন্দ নয়। ৪ ওয়ানডে ম্যাচে ৩১.০০ গড়ে ১২১ রানের পাশে ৩ উইকেট। নিউজিল্যান্ডের মাঠে ২০১৯ সালে ওয়ানডে সিরিজে খেলার অভিজ্ঞতাও আছে (৩ ম্যাচে ৩১.৬৬ গড়ে ৯৫ রান,১ উইকেট)। সাকিবহীন নিউজিল্যান্ড সফরে ফেনীর এই ছেলেই প্রধান অল রাউন্ডার।
নিউজিল্যান্ডের বিপক্ষে তাই সাইফউদ্দিনকে ঘিরে প্রত্যাশার চাপ থাকাটাই স্বাভাবিক। তবে সাইফউদ্দিন প্রসেস ঠিক রেখে খেলতে চান-'ওসব নিয়ে চিন্তা করছি না, প্রসেসটা ঠিক রাখলে ইনশা আল্লাহ সফলতা পাব।'
নিউজিল্যান্ড সফরের আগে দেশে অনুশীলন করতে পারেনি বাংলাদেশ দল। ৩ম্যাচের ওয়ানডে এবং ৩ ম্যাচের টি-২০ সিরিজের অনুশীলন করবে বাংলাদেশ দল নিউজিল্যান্ডে। ক্রাইস্টচার্চে বুধবার পা রেখে ১৪ দিনের কোয়ারেন্টিন মেয়াদ কাটিয়ে করবে বাংলাদেশ দল অনুশীলন। এই সময়ে কন্ডিশনের সঙ্গে খাপ খাইয়ে নেয়াকে যথেস্ট বলে মনে করছেন সাইফউদ্দিন-'আমরা দুই সপ্তাহ সময় পাব, প্র্যাকটিসের জন্য। কন্ডিশনের সাথে খাব খাইয়ে যাওয়ার চেষ্টা করবো, কোচিং স্টাফদের সহায়তা নিয়ে।
গত ক'দিন এখানে ছিলাম, প্র্যাকটিস করেছি।অল ইনশাআল্লাহ, প্রস্তুতিটা ভালো।'
বোলিংয়ে বেশি মনোযোগ দিতে চান সাইফউদ্দিন-'বোলিং তো আমার প্রথম স্কিল, এটা নিয়ে আমি বেশি সিরিয়াস। আশা করি ভালো করবো।'
নিউজিল্যান্ড সফরগামী দলে পেস বোলারের সংখ্যা ৭ জন। পেসারদের মধ্যে নিজেদের মেলে ধরার প্রতিযোগিতা ভালই হবে। সুযোগ পেলে তার সদ্বব্যহার করবেন বলে প্রতিজ্ঞাবদ্ধ সাইফউদ্দিন- 'না এটা নিয়ে আমি ভাবছি না। কন্ডিশনের কারণে যেটা বেটার মনে হবে সেটাই হবে। তবে ইনশা আল্লাহ, আশাবাদী সুযোগ পাওয়া নিয়ে। তারপরও সুযোগ পেলে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা করবো।'
তার লক্ষ্য একটাই, লেন্থ লাইন বজায় রেখে বোলিং-' যে কোন কন্ডিশনে, যে কোন উইকেটে ভালো করা সম্ভব। লাইন এবং লেন্থে করতে না পারেন তাহলে খারাপ হবে,এটাই স্বাভাবিক। আমার বেসিকটা দেওয়ার চেষ্টা করবো।'