শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

খেলা

রোহিতকে সরিয়ে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ডে গাপটিল

ক্রীড়া ডেস্ক ফেব্রুয়ারী ২৫, ২০২১, ১৪:০৪:০৪

527
  • ছবি: ইএসপিএন ক্রিকইনফো

এক ম্যাচই পরই জ্বলে উঠলেন মার্টিল গাপটিল। বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে ডানেডিনে ছক্কার ঝড়ে মার্টিন গাপটিল এগিয়ে যান সেঞ্চুরির পথে। শেষ পর্যন্ত তিন রানের জন্য তিন অঙ্ক ছুঁতে পারেননি এ ডানহাতি ব্যাটসম্যান। তবে তার আগে টি-টোয়েন্টিতে সবচেয়ে বেশি ছক্কার রেকর্ড নিজের দখলে নিয়েছেন তিনি!

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে বৃহস্পতিবার গাপটিল করেন ৫০ বলে ৯৭ রান। তার ইনিংসে ছক্কা ছিল ৮টি। এ রেকর্ড গড়তে তিনি পেছনে ফেলেছেন রোহিত শর্মাকে।

১৩২ ছক্কা নিয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে গাপটিল এখন সবার ওপরে। ১২৭টি ছক্কা নিয়ে রোহিত নেমে গেলেন দুইয়ে। এদিকে এ তালিকায় তিনে রয়েছেন ইংল্যান্ডে ওয়েন মর্গ্যান। তিনি ৯৪ ইনিংসে ১১৩ টি ছক্কা মেরেছেন ইংল্যান্ডে ওয়েন মর্গ্যান। চার থাকা কলিন মানরো ৬২ ইনিংসে ১০৭ ছক্কা। আর ৫৪ ইনিংসে ১০৫ ছক্কা ক্রিস গেইলের।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন