স্পোর্টস রিপোর্টার মার্চ ১, ২০২১, ২০:৪৩:৫২
তামিম ইকবাল। ছবি-বিসিবি
গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌছে হোটেলে বন্দিজীবন কাটছে বাংলাদেশ দলের। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের মধ্যে ৬দিন পার করেছে বাংলাদেশ দল।
এই বন্দি জীবনের অভিজ্ঞতাকে মেনে নিতে হচ্ছে বাংলাদেশ দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের। সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় সে কথাই বলেছেন তামিম-'ঠিক অছে। এখন আমাদের মেনে নিতে হবে। যেখানে যাব,সেখানে এরকমই থাকবে। প্র্যকটিস শুরু করলে সব ঠিক হয়ে যাবে।'
৪৮ ঘন্টা পর হোটেল রুম থেকে বেরিয়ে হোটেলের গার্ডেনে মুক্ত বাতাস খেতে বেরিয়ে সব কিছু আজব মনে হয়েছে তামিমের কাছে-'প্রথম বারের মতো যখন ফ্রেশ এয়ারে গেলাম ,সেদিন আজবই লেগেছে। ২/৩ দিন রুমের মধ্যে ছিলাম।হঠাৎ করে নিচে যাওয়ার অনুমতি দেয়া হলো। তখন সবার সাথে দেখা হয়ে বেশ ভাল লাগলো,মনে হলো অনেক বছর পর পর দেখা হচ্ছে এক একজনের সাথে। নিচে ফ্রেশ এয়ারের জন্য ৫-৬ জনের একটা গ্রুপ সেট করা হয়ে থাকে।'
২৪ ঘন্টার মধ্যে হোটেল রুমের মধ্যে সাড়ে ২৩ ঘন্টা কাটাতে হচ্ছে। কেমন কেটেছে এই সময়টা ? তা জানিয়েছেন তামিম-
'অনেক দিন হয়ে গেল। রুমের মধ্যে অলমোস্ট সাড়ে ২৩ ঘন্টাই থাকতে হয়। আধ ঘন্টা ফ্রেশ এয়ারে যেতে পারি। রুমের মধ্যে লকিলি সাইক্লিং দিয়েছে,প্লাস বাংলাদেশ থেকে কিছু ব্যান্ড দিয়েছে। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ যেনো করতে পারি। তাছাড়া আমার সময় কাটছে নেট ফ্লিক্স এবং আমাজন,প্রাইম এসব দেখতে দেখতে। আর ঘুমাই। এছাড়া তো আর কিছুই করার নেই। অন্য কারো সাথে দেখা-সাক্ষাৎ হওয়ার সুযোগ নেই। অন্য কারো রুমে যেতে পারবেন না।এভাবে চলে যাচ্ছে।'