স্পোর্টস রিপোর্টার মার্চ ১, ২০২১, ২১:০৩:৫৬
তামিম ইকবাল। ছবি-বিসিবি
গত বুধবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে পৌছে হোটেলে বন্দিজীবন কাটছে বাংলাদেশ দলের। ১৪ দিনের বাধ্যতামূলক কোয়ারেন্টিনের মধ্যে ৬দিন পার করেছে বাংলাদেশ দল।
মঙ্গলবার আবারো কোভিড-১৯ পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে বাংলাদেশ দলকে। পরীক্ষায় নেগেটিভ রিপোর্ট আসলে জিমের অনুমতি পাবে বাংলাদেশ। সে দিনটির অপেক্ষায় তামিম।
সোমবার বিসিবি প্রেরিত ভিডিও বার্তায় বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক সে কথাই বলেছেন-'৩-৪ তারিখ থেকে প্র্যাকটিস শুরু করতে পারব। পরশু দিন থেকে সব ঠিক থাকলে আমরা জিমও করতে পারব।মিনিমাম মুভমেন্ট ছিল বলে একটা-দুইটা সেশন কঠিন হবে।কালকে সবার নেগেটিভ রিপোর্ট আসলে আমরা পরশু থেকে জিম করতে পারব। এখানে নিচে ২টা জিম আছে। সব ঠিক ঠাক থাকলে ৮ নম্বর দিন থেকে ছোট ছোট গ্রুপে মাঠে যেয়ে প্র্যাকটিস করতে পারব।'
নিউজিল্যান্ডে ৬দিন অবস্থানকালে টিমমেট সবার সাথে দেখা হয়নি বলে জানিয়েছেন তামিম-' ৫/৬ দিন হয়ে গেছে,অনেক টিমমেটের সাথে এখনও দেখা হয়নি।'
নিউজিল্যান্ডে কঠোর কোয়রেন্টিনে কাটছে বাংলাদেশ দলের সময়। তারপরও আরো কঠিন আইসোলেশন প্রত্যাশা করেছিলেন তামিম-'ডিফরন্সে চ্যালেঞ্জিং। পাস হয়ে যাচ্ছে। সেলফ আইসোলেশনে ডিফিক্যাল্ট ছিল। এখনও চলছে। সত্যি কথা, আমাকে যদি ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করেন মনে করেছিলাম,আরও কঠিন হবে। তারপরও সময় পার হয়ে যাচ্ছে। চার-পাঁচ দিন পার হয়ে গেছে। আর খুব বেশি দিন নেই। আশা করি,এই সময়টাও পার হয়ে যাবে।'
নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের মাটিতে নেই বাংলাদেশ দলের কোন জয়। তবে এবার ইতিহাসটা নতুন করে লিখতে চান তামিম- 'অধিনায়ক হিসেবে এটা আমার প্রথম ট্যুর। প্রথম ম্যাচের আগে দল হিসেবে প্রস্তুত হয়ে যাব।সত্যি কথা আমি যেটা ফিল করি,সবাই বাংলাদেশ টিমের জন্য ভাল করতে চায়। বাংলাদেশ টিমের ওই সামর্থ আছে। যদি আমরা সবাই পরিকল্পিতভাবে খেলতে পারি,দল হিসেবে এক সাথে খেলতে পারি,তাহলে আমরা যে কোন দলকে হারিয়ে দিতে পারি। এই বিশ্বাস করি।'