ক্রীড়া ডেস্ক মার্চ ২, ২০২১, ১৯:০৬:১৬
বিরাট কোহলি।ছবি-ইন্টারনেট
টেস্টে ভারত অধিনায়কদের মধ্যে সাফল্যের শীর্ষে উঠে এসেছেন বিরাট কোহলি বেশ কিছুদিন আগে। ৬০ টেস্টে ২৭ জয়ে ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ডটা বেশ লম্বা সময় ধরে ছিল সবার উপরে।
৫৯ টেস্টে ৩৫ জয়ে সেই রেকর্ড টপকে কোহলির সামনে এখন ওয়েস্ট ইন্ডিজের ক্লাইভ লয়েড ( ৭৪ টেস্টে ৩৬ জয়), অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (৭৭ ম্যাচে ৪৮ জয়) এবং দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ (১০৯ টেস্টে ৫৩ জয়)।
আহমেদাবাদ টেস্টে ইংল্যান্ডকে হারিয়ে হোমে একটা রেকর্ডও করেছেন কোহলি। এতোদিন ঘরের মাঠে ৩০ টেস্টে নেতৃত্ব দিয়ে ২১ জয়ে ধোনি ছিলেন ভারতের সবচেয়ে সফল অধিনায়ক।
হোমে সর্বশেষ টেস্ট জিতে সেই রেকর্ড ভেঙ্গে কোহলির নেতৃত্বে ভারত জয় পেয়েছে ২৯ টেস্টে ২২টি। সিরিজের শেষ টেস্টে তার সামনে অপেক্ষা করছে ২টি মাইলস্টোন। আহমেদাবাদে শেষ টেস্ট জিতলে অধিনায়ক হিসেবে সাফল্যাঙ্কে ছুঁয়ে ফেলবেন ক্যারিবিয়ান লিজেন্ডারি ক্লাইভ লয়েডকে।
আর একটি সেঞ্চুরি হলে দেশের হয়ে সব ফরমেট মিলে অজি লিজেন্ডারি রিকি পন্টিংয়ের সেঞ্চুরিকে ( ৫৫৯ ম্যাচে ৭০টি) যাবেন টপকে। ১৩ বছরের ক্রিকেট ক্যারিয়ারে দেশের হয়ে ৪২৬ ম্যাচে ৭০তম সেঞ্চুরি করেছেন কোহলি বেশ কিছুদিন আগেই। ২০১৯ সালের নভেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে ইডেন গার্ডেনসে গোলাপি বলের টেস্টে ১৩৬ রানের ইনিংসের পর ১৫ মাস সেঞ্চুরিহীন কোহলির সেঞ্চুরির দিকে তাই তাকিয়ে সবাই।