স্পোর্টস রিপোর্টার মার্চ ২, ২০২১, ২৩:২৭:৫৮
আফগান স্পিনার আমির হামজার আপীল। ছবি-ক্রিকইনফো
আফগানিস্তান ১ম ইনিংস : ১৩১/১০ (৪৭.০ ওভারে)
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১৩৩/৫ (৩৯.০ ওভারে)
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের হয়ে কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে খেলায় ডান হাতের মধ্যমায় পেয়েছেন চোট। গত ২২ ফেব্রুয়ারির সেই চোট থেকে সেরে উঠতে পারেণনি আফগান লেগ স্পিনার রশিদ খান।
প্রধান বোলিং অস্ত্রকে বাইরে রেখে টেস্ট খেলতে নেমে আফগানিস্তানের শক্তিটা গেছে কমে। আবুধাবি টেস্টের প্রথম দিনে তা হাড়ে হাড়ে টের পেয়েছে আফগানিস্তান।
যে উইকেটে টি-২০, টি-১০ হয়েছে এতোদিন, অপ্রস্তুত সেই পিচে টেস্ট খেলতে নেমে প্রথম দিনেই ব্যাটসম্যানদের ব্যাটিংয়ে বিরূপ প্রভাব পড়েছে।ইনিংসের প্রথম বলে আব্দুল মালিককে বোল্ড আউটে মুজারাবানি দিয়েছিলেন ভয়ংকর দিনের পূর্বাভাস।তার বোলিংয়ে (৪/৪৮) আফগানিস্তান মাত্র ১৩১ রানে অল আউট হয়েছে।প্রথম দিন পার করতে পারেনি আফগানিস্তান। মাত্র দুই সেশনে অল আউট হয়েছে আফগানরা।৩০-এর ঘরে রান করতে পেরেছেন মাত্র ২ ব্যাটসম্যান। ইব্রাহিম জাদরাণ ৩১ ও আফসার জাজাই ৩৭ রান করেছেন। জবাব দিতে এসে শেষ সেশনে আফগান বাঁ হাতি স্পিনার আমির হামজার বোলিং তোপে (৪/৬১) ৫ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।এক পর্যায়ে জিম্বাবুয়ের স্কোর ছিল ৩৮/৪। তখন লিডের স্বপ্ন দেখেছে আফগানিস্তান। তবে ৫ম জুটির ৭১ রাণে বিপর্যয় এড়িয়ে প্রথম দিনে ২ রানের লিড নিয়েছে জিম্বাবুয়ে।
প্রথম দিন শেষে জিম্বাবুয়ের স্কোর ১৩৩/৫। ৪৩ রানে ফিরে গেছেন সিকান্দার রাজা। ব্যাটিংয়ে আছেন সিন উইলিয়ামস ৫৪ রানে।একদিনে দু'দলের স্কোর উঠেছে ২৬৪, পড়েছে ১৫টি উইকেট ! আহমেদাবাদের পিচটাও যেনো হার মেনেছে আবুধাবির কাছে।
আফগানিস্তান ১ম ইনিংস : ১৩১/১০ (৪৭.০ ওভারে), ইব্রাহিম জাদরাণ ৩১,আফসার জাজাই ৩৭, মুজারাবানি ৪/৪৮,নায়াচুই ৩/৭৪।
জিম্বাবুয়ে ১ম ইনিংস : ১৩৩/৫ (৩৯.০ ওভারে), সিন উইলিয়ামস ৫৪*, সিকান্দার রাজা ৪৩, আমির হামজা ৪/৬১।