ক্রীড়া ডেস্ক মার্চ ৩, ২০২১, ১২:০৮:৪৪
ছবি: দ্য ইকোনোমিক টাইমস
ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টে খেলছেন না জাসপ্রিত বুমরা। এজন্য বিসিসিআইয়ের কাছ থেকে ছুটি চেয়ে নিয়েছেন। সে সময় জানা গিয়েছিল ব্যক্তিগত কারণেই দলের বাইরে থাকছেন এ ডানহাতি। কিন্তু ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বিয়ের পিঁড়িতে বসার প্রস্তুতি সারতেই ছুটিতে গেছেন বুমরা।
বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছেন, বুমরা বিয়ে করার প্রস্তুতি নিতে ছুটি নিয়েছেন জাতীয় দল থেকে, ‘বিসিসিআইকে তিনি (বুমরা) বিয়ে করার কথা জানিয়েছেন। এর প্রস্তুতি হিসেবে ছুটি নিয়েছেন।’
ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজে দুটি টেস্ট খেলেছেন বুমরা। চেন্নাইয়ে প্রথম টেস্টে ৪ উইকেট নিয়েছিলেন ২৭ বছর বয়সী এ পেসার। পরের টেস্টে ছিলেন উইকেট শুন্য। তারপরও সিরিজের শেষ টেস্টে একাদশে থাকার সম্ভাবনা ছিল তার। কিন্তু তার আগেই বোর্ড থেকে ছুটি চেয়ে নেন এ পেসার।
এদিকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ থেকেও বিশ্রাম পেয়েছেন বুমরা।
কে হচ্ছেন বুমরার স্ত্রী। এ ব্যাপারটি এখনও নিশ্চিত করতে পারেনি ভারভীয় সংবাদমাধ্যম। তবে গত বছর গুঞ্জন উঠেছিল, দক্ষিণের এক অভিনেত্রীর সঙ্গে মন দেওয়া-নেওয়া চলছে বুমরার। তিনি অনুপমা পরমেশ্বরম।
নিউজজি/সিআর