বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

খেলা

অবশেষে আইপিএল স্থগিত

ক্রীড়া ডেস্ক মে ৪, ২০২১, ১৩:৫৫:২৩

678
  • ছবি: ইন্টারনেট

ভারতে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বাড়তে থাকায় অবশেষে টনক নড়লো বিসিসিআইয়ের। শেষ পর্যন্ত তাই সংস্থাটি মঙ্গলবার চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) স্থগিতের ঘোষণা দিল। ফের কবে শুরু হবে তা এখনও জানানো হয়নি। যদিও আইপিএলের সহ-সভাপতি রাজীব শুক্লা অবশ্য এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) কে জানিয়েছেন, এই মৌসুমের জন্যই স্থগিত হয়ে গেছে আইপিএল।

এখনো পর্যন্ত আইপিএলের আট ফ্র্যাঞ্চাইজির চারজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ করোনা পজিটিভ হয়েছেন।

এরআগে সোমবার কলকাতা নাইট রাইডার্সের বরুণ চক্রবর্তী ও সন্দীপ ওয়ারিয়ে করোনায় আক্রন্ত। এদিকে আজ প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হন সানরাইজার্স হায়দারাবাদের ঋদ্ধিমান সাহা ও দিল্লি ক্যাপিটালসের অমিত মিশ্রা। এ ছাড়া চেন্নাই সুপার কিংসের কর্মতাকর্তা-কর্মী ও দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামের মাঠকর্মীরা করোনায় আক্রান্ত হন। এজন্য বিসিসিআই চেয়েছিল মুম্বাইয়ে এক শহরের মধ্যে ৮টি দল রেখে বাকি ম্যাচগুলো আয়োজন করতে। কিন্তু আজ সানরাইজার্স ও দিল্লির ক্রিকেটার আক্রান্ত হঅয়ার পর জরুরি মিটিংয়ে স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারতীয় ক্রিকেট বোর্ড।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন