শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

খেলা

বিশ্বকাপকে টার্গেট করে শ্রীলংকার বিপক্ষে খেলবে বাংলাদেশ : সাইফউদ্দিন

স্পোর্টস রিপোর্টার মে ৭, ২০২১, ২১:৩১:৪৪

620
  • অনুশীলনের এক ফাঁকে সাইফউদ্দিন। ছবি-ভিডিও থেকে নেয়া

২০২৩ সালে ভারতে অনুষ্ঠেয় ১০ দেশের বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করবে ৮টি দেশ। স্বাগতিক হিসেবে সরাসরি খেলবে ভারত। আইসিসির চলমান ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় ভারত ছাড়া অন্য ৭টি দেশ করবে সরাসরি কোয়ালিফাই।

অন্য ২টি দেশকে বাছাইপর্বের বাধা টপকে আসতে হবে। এই মুহুর্তে বাংলাদেশ আইসিসি ওয়ানডে সুপার লিগে পয়েন্ট তালিকায় ৬ নম্বরে করছে অবস্থান ( ৬ ম্যাচে ৩০ পয়েন্ট)। হোমে ওয়েস্ট ইন্ডিজকে ৩-০তে হারিয়ে অ্যাওয়েতে নিউজিল্যান্ডের কাছে হেরে গেছে বাংলাদেশ একই ব্যবধানে।

বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলংকা আছে বেকায়দায়। ওয়েস্ট ইন্ডিজের কাছে অ্যাওয়ে সিরিজে ৩-০তে হেরে তাদের অবস্থান এখন আইসিসি ওয়ানডে সুপার লিগে ১২তম স্থানে।সেকারনেই শ্রীলংকার বিপক্ষে মিরপুরে আসন্ন ওয়ানডে সিরিজে পয়েন্ট অর্জনে চোখ বাংলাদেশ দলের। এমনটাই জানিয়েছেন সাইফউদ্দিন-'নিউ জিল্যান্ড সিরিজে প্রত্যাশামতো পারফরম্যান্স করতে পারিনি আমরা। হোয়াইটওয়াশড হয়েছি। এটা আমাদের জন্য সত্যিই হতাশাজনক। ঘরের মাঠে যেহেতু শ্রীলঙ্কার সঙ্গে খেলা, অবশ্যই চেষ্টা করব এখান থেকে সিরিজ জয়ের জন্য। তার পর আমরা… রোজা রেখে অনেক কঠোর পরিশ্রম করছি, যেহেতু আমাদের সামনে খেলা আছে। ইনশাল্লাহ আমরা আশাবাদী, যেহেতু আমরা কিছুদিন আগেও টেস্ট সিরিজে ওদের মাটিতে হেরে আসছি, এটা আমাদের জন্য বাড়তি একটা চ্যালেঞ্জ। আমরা যাতে দেশের মাটিতে ওয়ানডে সিরিজ জিততে পারি। যেহেতু আইসিসি সুপার লিগে পয়েন্টের একটা ব্যাপার আছে, চেষ্টা করব পয়েন্টগুলো অর্জনের জন্য।'

আইসিসি ওয়ানডে সুপার লিগে সেরা ৮ এ থেকে বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করতে শ্রীলংকার বিপক্ষে যতো বেশি সম্ভব পয়েন্ট অর্জনের টার্গেট বাংলাদেশ দলের। এমনটাই জানিয়েছেন এই পেস অল রাউন্ডার-'বিগত কয়েকমাস আমরা প্রত্যাশা অনুযায়ী, দল হিসেবে খুব বেশি ভালো খেলতে পারছি না। আমাদের জন্য খুব প্রয়োজন এই সিরিজটি ভালো খেলা এবং আইসিসি সুপার লিগের পয়েন্টের ব্যাপার যেহেতু আছে, যেহেতু দেশের মাটিতে খেলা, প্রতিপক্ষ শ্রীলঙ্কা, অবশ্যই আমরা শতভাগ আমাদের সবাই চেষ্টা করব দল হিসেবে খেলে যেন সিরিজ জিততে পারি এবং যত পয়েন্ট অর্জন করতে পারি, পরবর্তীতে যেন আমাদের সুবিধা হয় বিশ্বকাপ খেলতে।'

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন