শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১ , ১০ শাওয়াল ১৪৪৫

খেলা

বাবরের ব্যর্থতার কারণ খুঁজে পেয়েছেন শোয়েব

ক্রীড়া ডেস্ক মে ৮, ২০২১, ১৬:২৬:৪৩

427
  • ছবি: ইন্টারনেট

চলতি জিম্বাবুয়ে সফরে ব্যাট হাতে একের পর এক ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছেন বাবর আজম। যে কারণে এ তারকা পড়েছেন সমালোচনার মুখে। বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন সাবেক পাকিস্তানি গতি তারকা শোয়েব আখতার। তার মতে, টানা কোয়ারেন্টিনে থেকে বাবর মানসিকভাবে পিছিয়ে পড়েছেন। যে কারণে তার ব্যাটিংয়ে সমস্যা হচ্ছে।

ব্যাটসম্যান বাবরের ব্যর্থতার কারণ অনুসন্ধারে যা খুঁজে তা নিয়ে শোয়েব পিটিভি স্পোর্টসে বলেছেন, ‘দুশ্চিন্তার ব্যাপার বাবর আজমকে নিয়ে, সে রান করছে না। এই দলের (জিম্বাবুয়ে) বিপক্ষে, তাকে নিজের ব্যাটিংয়ের জন্য লম্বা সময় অপেক্ষা করতে হচ্ছে। কারণ ওপেনাররা রান করছে, এরপর আজহার আলি লম্বা ইনিংস খেলছে। বাবরকে এই সময়টায় প্যাড পরে প্রস্তুত থাকতে হচ্ছে, যা টেস্ট ক্রিকেটের সবচেয়ে ভালো ও সবচেয়ে খারাপ দিক।’
 
ব্যাট হাতে টানা ব্যর্থ হলেও বাবর আজমের পাশেই দাঁড়িয়েছেন শোয়েব, ‘এই সময়টায় বসে থাকতে হয়, মনোযোগ দিয়ে খেলা দেখতে হয়, বেশি কথাও বলা যায় না। মূলত তাই বলা যায়, কোয়ারেন্টিনের ভেতর কোয়ারেন্টিনে থাকতে হচ্ছে। এই সিরিজে বাবরের অন্তত ৩০০-৪০০ রান করা উচিত ছিল। অনেক সময় এটা হয় যে রান করতে পারছেন না। তবে আমি নিশ্চিত, বাবর সর্বোচ্চ চেষ্টা করছে। ওর কাছে আমাদের প্রত্যাশা অনেক বেশি, আমাদের তাই যতটা সম্ভব ইতিবাচক থাকতে হবে।’
 
নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন