শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০ , ১৯ রমজান ১৪৪৫

খেলা

অপুর ক্যারিয়ার সেরা বোলিংয়ে জয়ের দুয়ারে ঢাকা

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১৮, ২০২১, ১৯:২৪:১০

394
  • ছবি: ইন্টারনেট

দ্বিতীয় ইনিংসেও বল হাতে আলো ছড়ালেন নাজমুল ইসলাম অপু। যে কারণে সিলেট বিভাগ দ্বিতীয় ইনিংসেও পারেনি তেমন লড়াই করতে। তাই ছোট লক্ষ্য পাওয়া ঢাকা বিভাগ দাঁড়িয়ে জয়ের খুব কাছে।

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচে জয়ের জন্য ঢাকার দরকার মাত্র ১৮ রান। ৬৬ রানের লক্ষ্য তাড়ায় দলটি সোমবার দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে করেছে ৪৮ রান।

প্রথম দিনে ২১ উইকেটের পতন দেখা ম্যাচটি শেষ হয়ে যেতে পারত দ্বিতীয় দিনেই। বৃষ্টির কারণে শেষ সেশনে খেলা বন্ধ ছিল বেশ কিছুটা সময়। পরে আবার শুরু হলেও আলোকস্বল্পতায় খেলা শেষ হয়ে যায় আগেভাগে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের একাডেমি মাঠে  প্রথম ইনিংসে ৬ উইকেটের পর দ্বিতীয় ইনিংসে ৪টি পেয়েছেন নাজমুল। সব মিলিয়ে ম্যাচে ৬৪ রান দিয়ে ১০ উইকেট নিয়েছেন বাঁহাতি স্পিনার।

প্রথম ইনিংসে ৬৭ রানে অল আউট হওয়া সিলেট ১ উইকেটে ৩৫ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে। থিতু হয়েও ইনিংস বড় করতে পারেননি ইমতিয়াজ হোসেন। তাকে ফিরিয়ে দ্বিতীয় ইনিংসে প্রথম শিকার ধরেন নাজমুল। ৭৯ বলে ৬ চারে সিলেট ওপেনার করেন ৪৩ রান।

আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান অমিত হাসান যা একটু লড়াই করেন। এক প্রান্ত আগলে রেখে একাই দলকে টানেন তিনি। জাকির হাসান, অলক কাপালি, জাকের আলি ব্যর্থ এবারও। প্রথম ইনিংসে সর্বোচ্চ ১৮ রান করা রাহাতুল ফেরদৌস এবার ৫৯ বলে করেন ১৭।

অমিত ফিফটি তুলে নেন ১৫৯ বলে। শেষ ব্যাটসম্যান হিসেবে তাকে ফিরিয়েই সিলেটের ইনিংস গুটিয়ে দেওয়ার পাশাপাশি ম্যাচে ১০ উইকেট পূর্ণ করেন নাজমুল। ২০৯ বলে ৭ চারে অমিত করেন ৭৬ রান।

প্রথম ইনিংসের মতো এবারও শুভাগত হোমের প্রাপ্তি ৩টি। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে এই অফ স্পিনিং অলরাউন্ডার করেন ফিফটি।

ছোট লক্ষ্য তাড়ায় তৃতীয় ওভারে আব্দুল মজিদের উইকেট হারায় ঢাকা। তাকে বোল্ড করে দেন ইবাদত হোসেন। এদিকে আরেক ওপেনার রনি তালুকদারও (২০) বেশিক্ষণ টেকেননি। ঢাকা ২ উইকেটে ৩০ রান তোলার পর বৃষ্টিতে বন্ধ হয়ে যায় খেলা।

আবার খেলা শুরু হলে দ্রুতই সাইফকে কট বিহাইন্ড করে ফেরান আবু জায়েদ রাহি। প্রথম ইনিংসে ৪ রানের পর এবার সাইফ ৩১ বলে করেন ১২। রকিবুল হাসান ৫ ও তাইবুর রহমান ৩ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাটিংয়ে নামবেন।    

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন