শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১ , ১৭ শাওয়াল ১৪৪৫

খেলা

ফিফার বর্ষসেরা একাদশে মেসি, নেই ব্রাজিলের কেউ

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১৮, ২০২২, ০৯:৫২:০৬

333
  • ছবি: ইন্টারনেট

সুইজারল্যান্ডের জুরিখে সোমবার রাতে বিশ্ব ফিফার ‘দা বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে ঘোষণা করা  বর্ষসেরা একাদশ। সেখানে আর্জেন্টিনা থেকে জায়গা পেয়েছেন শুধু লিওনেল মেসি। তবে ব্রাজিলের কোন খেলোয়াড়ের জায়গা হয়নি সেখানে। 

কোপা আমেরিকার শিরোপা ঘরে তুলেছিল আর্জেন্টিনা। বেশ কয়েকজন ফুটবলার ক্লাবেও ছিলেন দুর্দান্ত ফর্মে। তাই আশা করা হচ্ছিলো, আর্জেন্টিনার একাধিক ফুটবলার জায়গা পাবেন ফিফার বর্ষসেরা একাদশে। কিন্তু হয়নি সেটি। একমাত্র লিওনেল মেসি ছাড়া আর কোনো ফুটবলারই ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পাননি। কোপা আমেরিকায় রানার্স আপ হওয়া ব্রাজিলের কেউও নেই ফিফার বর্ষসেরা একাদশে। 

ফিফার বর্ষসেরার তালিকায় গোলরক্ষক হিসেবে রয়েছেন ইতালির জিয়ানলুইজি ডোনারুম্মা, আছেন তার সতীর্থ বনুচ্চিও। তার সঙ্গে দুই ডিফেন্ডার ডেভিড আলাভা ও রুবেন দিয়াজ। মিডফিল্ডের তিনজনের জায়গায় আছেন ইতালি ও চেলসির জর্জিনিও, ক্লাবে তার আরেক সতীর্থ কন্তে ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন। স্ট্রাইকার হিসেবে জায়গা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো, বরুশিয়া ডর্টমুন্ডের আর্লিং হালান্ড, বায়ার্ন মিউনিখের রবার্ট লেভানডোভস্কি ও লিওনেল মেসি।

ফিফার বর্ষসেরা একাদশ :

গোলরক্ষক: জিয়ানলুইজি ডোনারুম্মা

ডিফেন্ডার: ডেভিড আলাভা, রুবেন দিয়াজ, বনুচ্চি

মিডফিল্ডার: জর্জিনিও, কন্তো, ডি ব্রুইনা

ফরোয়ার্ড: রোনালদো, আর্লিং হালান্ড, লেভানডোভস্কি ও মেসি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন