মঙ্গলবার, ৫ ডিসেম্বর ২০২৩, ২১ অগ্রহায়ণ ১৪৩০ , ২২ জুমাদিউল আউয়াল ১৪৪৫

খেলা

দীর্ঘ মেয়াদে টি-২০ অধিনায়কত্ব ফিরে পেতে পারেন সাকিব

স্পোর্টস রিপোর্টার আগস্ট ১১, ২০২২, ২১:৫৪:৪৩

525
  • সাকিব আল হাসান। ছবি-ইন্টারনেট

দলে ইনজুরির মিছিল লম্বা হওয়ায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বেধে দেয়া সময় ৮ আগস্টের মধ্যে দল চূড়ান্ত করতে পারেনি বিসিবি। পরিস্থিতির মুখে এসিসির কাছে চেয়ে নিয়েছে ক'দিন সময়। অপরিহার্য চার-পাঁচ ক্রিকেটারদের ফিট হয়ে মাঠে ফিরতে করতে হবে বেশ অপেক্ষা।

তা ধরে নিয়েই শুক্রবার এশিয়া কাপের দল ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এমপি-‘দলটা আমরা খুব সম্ভব আগামীকাল দিয়ে দিব বা সর্বোচ্চ পরশু দিন। আগামীকালকেই দিয়ে দেওয়ার সম্ভাবনা খুব বেশি। দৃশ্যটা কেমন হতে পারে সেসব নিয়ে আলাপ আলোচনা হয়েছে।’
সোহান, লিটন এবং রাব্বির সুস্থ হয়ে উঠতে আরও অন্তত চার থেকে পাঁচ সপ্তাহ সময় লাগবে। সে কারণে এশিয়া কাপের দলে এদেরকে বিবেচনা করা হচ্ছে না। তা জানিয়েছেন বিসিবি সভাপতি-‘এখানে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হয়েছে তামিম টি-টোয়েন্টি খেলছে না। লিটন দাস, সোহান ও রাব্বি তিনজনই ইনজুরিতে। সুতরাং তিনজনই নেই আমাদের স্কোয়াডে। দলটা গুছানোই ছিল মূল ইস্যু।’
লিটন, সোহান, ইয়াসির রাব্বীর ইনজুরিতে টি-২০ স্কোয়াডটা বদলে যাচ্ছে, এটাকে দুর্ভাগ্য বলছেন বিসিবি সভাপতি-‘আমাদের ভালো খেলোয়ায়ড়েরা যদি খেলতে না পারে, আমাদের কপাল খারাপ।  লিটন দাসকে আমরা মিস করবো না? সে এখন সবচেয়ে ভাল ফর্মে থাকা খেলোয়াড়। সোহানকে মিস করবো না? রাব্বি নাই...টি-টোয়েন্টি স্কোয়াডের পুরো জিনিসটাই বদলে গেছে। এটা খেলারই অংশ, আমাদের এটা মেনে নিতে হবে।’
ওয়েস্ট ইন্ডিজ সফরে ব্যর্থতার পর টি-২০ অধিনায়কের দায়িত্ব থেকে মাহমুদউল্লাহকে অব্যাহতি দিয়েছে বিসিবি। জিম্বাবুয়ে সফরে টি-২০ অধিনায়কের দায়িত্ব দিয়েছে সোহানকে। তবে জিম্বাবুয়ে সফরে দ্বিতীয় টি-২০ ম্যাচে ইনজুরিতে পড়ে সিরিজ থেকে ছিটকে পড়েছেন সোহান। সিঙ্গাপুরে তর্জনীতে অপারেশনের পর মাঠে ফিরতে অপেক্ষা করতে হবে সোহানকে অন্ততঃ চার সপ্তাহ।

জিম্বাবুয়ে সফরের শেষ ম্যাচে মোসাদ্দেককে অধিনায়কত্ব দিয়েও আশাব্যঞ্জক কিছু দেখতে পারেনি বিসিবি। সে কারণেই অধিনায়ক হিসেবে বিকল্প চিন্তা করতে হচ্ছে বিসিবি।

সম্ভাব্য অধিনায়ক হিসেবে বিসিবির ভাবনায় আছেন সাকিব, রিয়াদ। সে আভাস দিয়েছেন বিসিবি বস বৃহস্পতিবার-‘কোনো চাপ নেই। আমি আগেও বলেছি রিয়াদ ইতোমধ্যে তালিকায় আছে। রিয়াদ, সাকিব, আমরা সোহানকে নিলাম, লিটন দাস এ নামগুলোও তো আছে। দুর্ভাগ্যজনকভাবে এরা যদি নাও থাকে আপনারা দেখেন আমরা মোসাদ্দেককে করি নাই একটা ম্যাচে? আমরা এগুলো নিয়ে চিন্তিতই না। আপনার মাইন্ডটা ক্লিয়ার থাকতে হবে, চাপে পড়ে সিদ্ধান্ত নেওয়ার কিছু নাই।’
সিরিজ ভিত্তিক নয়, বিসিবি চাইছে ওয়ানডের মতো টি-২০-তেও দীর্ঘমেয়াদী অধিনায়ক। দলে নিয়মিত আছেন, পারফর্ম করছেন, অধিনায়ক হিসেবে এমন কাউকে চায় বিসিবি। এমনটাই জানিয়েছেন বিসিবি সভাপতি-‘আমরা এখন ছোট ছোট করে না দীর্ঘ মেয়াদে অধিনায়কত্ব দিতে চাচ্ছি। সামনে বিশ্বকাপ আছে, দেখি আমাদের টিম কম্বিনেশন কি হয়। মনে করলাম একটা ছেলেকে দিব, ও যদি স্কোয়াডেই না থাকে ? এটা শুধু সাকিব না...তাহলে ওকে অধিনায়কত্ব দিয়ে লাভ কী হলো ? অধিনায়কত্বটা? এটার তো কোনো মানে হল না। আমরা এখন টিমটা ঠিক করবো সেটার জন্য আমরা একটা দিন সময় নিচ্ছি।’
বিসিবির আলটিমেটামে বেটউইনার নিউজের সঙ্গে চুক্তি ছিন্ন করেছেন সাকিব বৃহস্পতিবার। লিখিতভাবে বিসিবিকে জানিয়েছেন তা সাকিব। ফলে এশিয়া কাপের দলে অটোমেটিক চয়েস তিনি। বিসিবি যেহেতু দীর্ঘমেয়াদী অধিনায়ক চাইছে, সেই পরিকল্পনায়ও এগিয়ে থাকছেন সাকিব। ২০০৯ থেকে ২০১৯, এই সময়ে ২১ টি-২০ ম্যাচে ক্যাপ্টেন্সি করা সাকিব তিন বছর পর ফিরে পেতে যাচ্ছেন টি-২০ ক্যাপ্টেন্সি, এ সম্ভাবনাই প্রবল।



 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন