বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১ , ৯ শাওয়াল ১৪৪৫

খেলা

প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের কাছে হেরে গেল বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ৬, ২০২৩, ২২:১২:২৬

184
  • নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দল। ছবি-বিসিবি

বাংলাদেশ : ১০১/৭ (২০.০ ওভারে)

পাকিস্তান : ১০৫/৪ (১৬.০ ওভারে)

ফল : বাংলাদেশ নারী দল ৬ উইকেটে পরাজিত।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রাক্কালে বাংলাদেশের প্রস্তুতিটা আশাব্যঞ্জক হয়নি। কেপটাউনে সোমবার অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচে পাকিস্তানের কাছে ৬ উইকেটে হেরে গেছে নিগার সুলতানা জ্যোতির দল।

টসে জিতে ব্যাটিংটা হয়নি টি-টোয়েন্টির মতো। দ্বিতীয় উইকেট জুটির ৪০ বলে ৩৮,মিডল অর্ডার শামীমা ( ৪১বলে ৪ বাউন্ডারিতে ৩৬), জ্যোতি (১৮ বলে ১৫), ওপেনার সুবহানা মুস্তারির (১৮) ব্যাটিংয়ে ১০১/৭-এ থামে বাংলাদেশ নারী দল।

পাকিস্তানের অফ স্পিনার নিদা দার (২/১২) এবং বাঁ হাতি স্পিনার নাসরা সান্ধুর (২/১৯) বোলিংয়ে ধুঁকেছে বাংলাদেশ নারী  দল। পুরো ইনিংসে বাংলাদেশ নারী দল মেরেছে মাত্র ৫টি বাউন্ডারি।

১০১/৭ স্কোর পুঁজি নিয়েও নারী বোলারদের বোলিংয়ে শুরুতে ভালই ঝাঁকুনি দিয়েছে বাংলাদেশ। এক পর্যায়ে পাকিস্তানের স্কোর ছিল ৬৯/৪। সেখান থেকে অবিচ্ছিন্ন ৫ম জুটির ৩৬ রানে ২৪ বল হাতে রেখে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান।

অধিনায়ক বিসমাহ মারুফ ৩৩ বলে ২৪ এবং নিদা দার ১৯ বলে ২৪ রানে ছিলেন অবিচ্ছিন্ন। নাসিম করেছেন ১০ বলে ২০ রান। অবিচ্ছিন্ন ৫মজুটি করেছেন ৩৬ রান মাত্র ২১ বলে। বাংলাদেশ নারী দলের পেসার মারুফা  (২/২৭) এবং স্পিনার  রোমানা (২/৬) ২টি  করে উইকেট পেয়েছেন।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন