রবিবার, ৮ ডিসেম্বর ২০২৪, ২৪ অগ্রহায়ণ ১৪৩১ , ৬ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

মিরপুর টেস্টের একাদশ কেমন হবে?

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৫, ২০২৩, ১৩:১৬:১৬

227
  • ছবি: ইন্টারনেট

১ পেসারের সঙ্গে ৩ স্পিনার নিয়ে সিলেট টেস্টে বাজিমাত করেছিল বাংলাদেশ দল।  সিলেট পর্ব শেষ, টাইগারদের লক্ষ্য এখন মিরপুর টেস্টে। আর এই ম্যাচে বাংলাদেশে একাদশে কি আসবে পরিবর্তন! নাকি সেই স্পিনে ভরসা রেখেই এগুবে টিম ম্যানেজমেন্ট, এটা এখন সবার কাছেই বড় প্রশ্ন। ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে ঢাকা টেস্টে কেমন একাদশ নিয়ে  হাথুরুসিংহে জানিয়েছেন, ‘বেশি তথ্য দিতে চাই না।

সিলেটে একাদশ সাজিয়েছি সেখানকার কন্ডিশন অনুযায়ী। মিরপুরে প্রেডিক্ট করা মুশকিল খেলা না হওয়া পর্যন্ত। একাদশ গঠন নিয়ে তাই হাথুর বলেন, 'কন্ডিশন ও প্রতিপক্ষ হিসেবে একাদশ সাজানো হয়। আফগান টেস্টে একরকম, আয়ারল্যান্ডের সঙ্গে অন্যরকম। ফ্যাক্ট ইজ, আমাদের এখন যেহেতু ওই সব স্কিল আছে। এটা আমাদের জন্য বিরাট প্লাস। ম্যাসেজ পরিস্কার। ওরা দল হিসেবে অনভিজ্ঞ। কিন্তু স্কিলের দিক থেকে ওরা খুবই ভালো। এনার্জি অন দ্য ফিফথ ডে, যখন প্রতিপক্ষ পঞ্চম দিনের পিচের উপর হাথুরু বিশেষ নজর রাখছেন, সেটাই স্পষ্ট যেন বললেন তিনি।

নিউজজি/সিআর/এস দত্ত/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন