শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ , ৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

আরেকটি স্পিন রণক্ষেত্রের জন্য প্রস্তুত নিউ জিল্যান্ড

শামীম চৌধুরী ডিসেম্বর ৫, ২০২৩, ১৬:০৯:৩৪

346
  • সংবাদ সম্মেলনে সাউদি। ছবি-শামীম চৌধুরী

সিলেট টেস্টে দুদলের স্পিনারদের যুদ্ধ দেখেছে বিশ্ব।দু’ দলের ৪০ উইকেটের মধ্যে স্পিনাররা নিয়েছে ৩২ উইকেট। নিউ জিল্যান্ডের পেস ত্রয়ীর শিকার ১৪ উইকেট। সেখানে বাংলাদেশের চার স্পিনার মিলে নিয়েছে ১৮ উইকেট।

মিরপুরে উইকেট থেকে স্পিনাররা অতীতে টেস্টে ফেভার পেয়েছে বেশি স্পিনাররা।এই মাঠে বাঁ হাতি স্পিনার তাইজুল ১৪ টেস্টে ৬৯ উইকেট, অফ স্পিনার মিরাজ ১০ টেস্টে ৫২ উইকেট শিকার করেছেন। এই দুই স্পিনারের সঙ্গে আছেন অফ স্পিনার নাইম হাসান, অকেশনাল বাঁ হাতি স্পিনার মুমিনুল। 

সে কারণেই সিরিজের শেষ টেস্টেও স্পিনারদের আর একটি সম্ভাব্য রণক্ষেত্র দেখতে পাচ্ছেন নিউ জিল্যান্ড অধিনায়ক টিম সাউদি-‘হ্যাঁ, আমি মনে করি বিশ্বের এই অংশে স্পিনাররা একটি বড় ভূমিকা পালন করবে, এটা মনে করাটাই স্বাভাবিক। আমরা প্রথম টেস্ট ম্যাচে তা দেখেছি এবং দ্বিতীয় টেস্ট ম্যাচেও আমরা একই রকম আশা করছি। যদিও আমি মনে করি কাইল জেমিসন সেই প্রথম টেস্ট ম্যাচে বেশ কয়েকটি সুযোগ তৈরি করেছিল।বিশ্বের এই অংশে ঘূর্ণি বলের লড়াই হবে, এখানে আসার আগে সে প্রত্যাশাই করেছিলাম। এই দ্বিতীয় টেস্টেও আমরা এমন কিছু আশা করছি।’ 

প্রথম টেস্ট একাদশে জায়গা হয়নি দুই স্পিন অলরাউন্ডার স্যান্টনার এবং রাচিন রবীন্দ্র’র। ঢাকা টেস্টকে সামনে রেখে শেষ দিনের অনুশীলনে এই দু’জন অনুশীলনে ছিলেন সিরিয়াস। নেটে দীর্ঘ সময় ধরে খেলছেন। মিরপুর টেস্টের একাদশে এই দুই স্পিন অলরাউন্ডার আছেন বিবেচনায়। সে আভাস দিয়েছেন সাউদি- ‘হ্যাঁ, তাদের খেলার ভালো সুযোগ আছে। আমরা আগামীকাল (বুধবার) সকালে উইকেট দেখে সিদ্ধান্ত নিব।’ 

সিলেট টেস্ট হেরে যাওয়ায় এই প্রথম বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কা তৈরি হয়েছে। সে কারণেই টেস্ট সিরিজে হার এড়াতে সিরিয়াস সাউদি- ‘প্রথম টেস্টের ফল হতাশাজনক। কিন্তু এখানে আরও ভালো ক্রিকেট খেলার সুযোগ আছে। ভিন্ন কন্ডিশনের সাথে মানিয়ে নিতে হবে। আমরা এই টেস্ট নিয়ে শিহরিত। বড় একটি চ্যালেঞ্জ। আগামী পাঁচ দিনের জন্য অপেক্ষা করছি।’ 

গত সেপ্টেম্বরে ৪ ম্যাচের ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মিরপুরে নিউ জিল্যান্ডের লেগ স্পিনার ইস সোধি করেছেন ক্যারিয়ারসেরা বোলিং (৬/৩৯)।এই স্পিনারকে ঘিরে মিরপুর টেস্টে দারুণ কিছুর প্রত্যাশা করছেন সাউদি- ‘টেস্ট ম্যাচে কিছুটা সময় কাটিয়েছে সে। এখানে ওডিআই ম্যাচে  সাফল্য পেয়েছে সে। বিশ্বের এই অংশে স্পিন একটি বড় ভূমিকা পালন করবে।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন