শনিবার, ১২ অক্টোবর ২০২৪, ২৭ আশ্বিন ১৪৩১ , ৮ রবিউস সানি ১৪৪৬

খেলা

রাঁচি টেস্ট জিতে সিরিজ জয়ের উৎসব ভারতের

স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ১৬:০৫:০১

579
  • ৫ উইকেটে দলকে জিতিয়ে জুরেল-শুভমন গিলের উৎসব। ছবি-ক্রিকইনফো

ইংল্যান্ড : ৩৫৩ ও ১৪৫

ভারত : ৩০৭ ও ১৯২/৫ (৬১.০ ওভারে)

ফল : ভারত ৫ উইকেটে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ধ্রুব জুরেল (ভারত)।

প্রথম ইনিংসে ৪৬ রানের লিডকে কাজে লাগাতে পারেনি ইংল্যান্ড। দুই স্পিনার অশ্বিন (৫/৫১) এবং কুলদ্বীপ যাদবের (৪/২২) বোলিংয়ে ১৪৫ রানে অল আউট হয়ে বিপদ ডেকে এনেছে ইংল্যান্ড তৃতীয় দিনে।

রাঁচি টেস্টে জয়ের জন্য ১৯২ রানের টার্গেট কঠিন হতে দেয়নি ভারত ব্যাটাররা। ৫ উইকেটে জিতে ৩-১এ এগিয়ে টেস্ট সিরিজের ট্রফি নিশ্চিত করেছে ভারত।

তৃতীয় দিন শেষে উইকেটহীন ৪০ রানে জয়ের কক্ষপথে ছিল ভারত। ৪র্থ দিনে ও এই জুটি দেখিয়েছে সহজ জয়ের পথ। রোহিত-যইশালের ইতিবাচক ব্যাটিংয়ে ১০৫ বলে ৮৪ রানে বড় জয়ের পথ সুগম হয়েছে।  অফ স্পিনার রুটের বলে এক্সট্রা কভারে যইশাল দিয়েছেন ক্যাচ (৪৪ বলে ৫ বাউন্ডারিতে ৩৭)। হার্টলের বলে অফ সাইডে খেলতে যেয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়েছেন রোহিত (৮১ বলে ৫ চার, ১ ছক্কায় ৫৫)। 

৪র্থ দিনের প্রথম সেশনে স্কোরশিটে ৭৮ রান যোগ করে ৩ উইকেট যোগ করলেও ম্যাচটা ছিল ভারতের হাতের মুঠোয়। তবে

৮৪ থেকে ১২০, এই ৩৬ রানে ৫ উইকেট শিকার করে ম্যাচটা জমিয়ে তুলেছিল ইংল্যান্ড। তবে ধ্রুব জুরেল-শুভমন গিলের অবিচ্ছিন্ন ৬ষ্ঠ জুটি ৭২ রান নিয়ে ভারতকে বড় জয় উপহার দিয়েছেন।

শুভমন গিল ১২৪ বলে ২ ছক্কায় ৫২ রানে এবং ধ্রুব জুরেল ৭৭ বলে ২ বাউন্ডারিতে ভারতকে নির্ভরতা দিয়েছেন। প্রথম ইনিংসে ৫ উইকেট শিকারি (৫/১১৯) ইংল্যান্ড অফ স্পিনার শোয়েব বশির দ্বিতীয় ইনিংসে পেয়েছেন ৩ উইকেট (৩/৭৯)। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন