রবিবার, ১৬ মার্চ ২০২৫, ২ চৈত্র ১৪৩১ , ১৬ রমজান ১৪৪৬

খেলা

নিশাম ঝড়ে ফাইনালের স্বপ্ন রংপুরের

স্পোর্টস রিপোর্টার ফেব্রুয়ারী ২৬, ২০২৪, ২০:৫১:২২

591
  • ক্যারিয়ারসেরা ইনিংসের পথে নিশামের একটি শট। ছবি-সংগৃহিত

রংপুর রাইডার্স : ১৮৫/৬ (২০.০ ওভারে)

টসে হেরে ব্যাটিংয়ে নেমে ব্যাটিং পাওয়ার প্লে-তে যে দলটার স্কোর ৩৫/৩, সেই রংপুর রাইডার্স ইনিংস টেনে নিয়েছে ১৮৫/৬ ! কীভাবে সম্ভব হয়েছে তা ? তার উত্তর একটাই, জেমস নিশামের ঝড়।

নিশামের টি-২০ ক্যারিয়ারসেরা ইনিংসে (৪৯ বলে ৮ চার, ৭ ছক্কায় ৯৬*) কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে বড় চ্যালেঞ্জ (১৮৫/৬) দিতে পেরেছে রংপুর রাইডার্স।

বিপিএলে এবার নিউ জিল্যান্ড পেস অলরাউন্ডার জেমস নিশামের ব্যাটটা একটু বেশিই চওড়া হয়েছে। এসেই চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে হাফ সেঞ্চুরি উদযাপন করেছেন (৫১*)। চট্টগ্রামে রাউন্ড রবীন লিগের সর্বশেষ ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে ম্যাচ উইনিং ৬৯ রানের হার না মানা ইনিংস দিয়েছেন উপহার এই কিউই। 

কোয়ালিফাইয়ারের ড্রেস রিহার্সল সেই ম্যাচের ব্যাটিংয়ে উজ্জীবিত নিশামের ব্যাটটা আরো চওড়া হয়েছে মিরপুরে এসে। ৬ দিন আগে স্বাচ্ছন্দে ব্যাটিং করেছেন যে বোলারদের বিপক্ষে, তাদেরকে পুনরায় পেয়ে ছেলে-খেলা উৎসবে মেতে উঠেছেন।

তার ব্যাটিং ঝড়ে বিপিএল ইতিহাসে ইনিংসে সবচেয়ে খরুচে বোলিংয়ের (৪-০-৭২-১) অপবাদ পেতে হয়েছে তরুণ পেস বোলার মুশফিক হাসানকে। এর আগে সবচেয়ে অমিতব্যয়ী বোলিংয়ের রেকর্ডটা ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স পেসার আল আমিনের। গত ১৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে আল আমিনের বোলিং ইনিংসটা ছিল ৪-০-৬৯-০। 

মুশফিক হাসান শেষ ওভারে খরচ করেছেন ২৮ রান! শুধু মুশফিক হাসান একাই নন, মার খেয়েছেন আন্দ্রে রাসেলও (৪-০-৩৭-২)। শেষ পাওয়ার প্লে'র ৫ ওভারের মধ্যে আন্দ্রে রাসেল, মুশফিক হাসান করেছেন ২+২==৪ ওভার। এই চার ওভারে খরচ ওই দুই পেসারের ৬৭ রান! 

এই ম্যাচের মধ্য দিয়ে বিপিএলে অভিষেক হয়েছে অনূর্ধ্ব-১৯ দলের পেসার রোহানাত দৌলা বর্ষনের। রনি তালুকদারকে ফিরিয়ে দেয়া বর্ষন প্রথম ওভারে মার খেয়েও (১২ রান খরচ) ৩ ওভারে খরচ করেছেন ২১ রান। আন্দ্রে রাসেল প্রথম দুই স্পেলে (১-০-৫-১, ১-০-৩-০) প্রশংসিত বোলিং করলেও শেষ স্পেলে খেয়েছেন মার (২-০-২৯-১)। তবে সুনিল নারাইন এই ম্যাচেও দারুণ মিতব্যয়ী বোলিং করেছেন (৪-০-১১-১)।

ব্যাটিং অর্ডারে প্রমোশন দিয়ে এদিন ওপেনিংযে পাঠানো হয়েছে শামিমকে। তবে মেকশিপ্ট ওপেনারের প্রয়োজন মেটাতে পারেননি (২ বলে ০)। আন্দ্রে রাসেলের প্রথম ওভারে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়েছেন সাকিব (৯ বলে ৫)। স্কোরশিটে ২৭ উঠতে ৩ উইকেট হারানোর পর নিশাম-শেখ মেহেদী চতুর্থ উইকেট জুটিতে ২৬ বলে ৩৯ রান করে বড় স্কোরের পথ প্রশস্ত করেছেন। শেখ মেহেদী করেছেন ২২ বলে ২৭। ৬ষ্ঠ উইকেট জুটিতে ৩৬ বলে ৫৩ রানে সোহান দিয়েছেন নিশামকে দারুণ সাপোর্ট ( ২৪ বলে ৩০)।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন