বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৪, ৪ আশ্বিন ১৪৩১ , ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

এ বছরই সাঙ্গাকারা-ধোনি- গিলক্রিস্টের পাশে নাম লেখাবেন মুশফিক

শামীম চৌধুরী এপ্রিল ১৩, ২০২৪, ১৮:৪২:৩৪

381
  • ঈদ এর নামাজ আদায়ের আগে মুশফিকুর রহিম। ছবি-ফেসবুক

এ বছরই প্রথম বাংলাদেশী হিসেবে শততম টেস্ট খেলার হাতছানি ছিল মুশফিকুর রহিমের। তবে শ্রীলঙ্কা সফরে ইনজুরির কারণে ২ ম্যাচের টেস্ট সিরিজ মিস করেছেন মুশফিক।

জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন হোম সিরিজ থেকে ২ টি টেস্ট বাদ দিয়েছে বিসিবি। আফগানিস্তানের বিপক্ষে অ্যাওয়ে সিরিজও স্থগিত করেছে বিসিবি। ক্রিকেট ক্যারিয়ার থেকে এই ৬টি টেস্ট বাদ পড়ায় টেস্ট ম্যাচের সেঞ্চুরি পূর্ণ করতে মুশফিকুর রহিমের অপেক্ষা বাড়ছে।  

তবে টেস্ট ম্যাচের তিন অঙ্কের নাগাল পেতে মুশফিকুর রহিমের প্রতীক্ষা বাড়লেও এ বছর বেশ কিছু মাইলস্টোনের হাতছানি কিন্তু দিচ্ছে মুশফিকুর রহিমের সামনে।

টেস্টে প্রথম বাংলাদেশী হিসেবে ৬ হাজার রান পূর্ণ করতে মুশফিকুর রহিমের দরকার এখন ৩২৪ রান। এ বছর বাংলাদেশ খেলবে আরও ৮টি টেস্ট। তাই এই মাইলস্টোন ছুঁয়ে ফেলার স্বপ্ন দেখতেই পারেন।

৮ হাজার রানের পাশে ৩০০ ডিসমিসালের বিস্ময়কর অলরাউন্ডারদের ক্লাবে সদস্যপদের খুব কাছে দাঁড়িয়ে এখন মুশফিকুর রহিম।

উইকেট কিপার-ব্যাটার ওডিআই ক্রিকেটে অলরাউন্ডারদের এলিট ক্লাবে তিন লিজেন্ডারি শ্রীলঙ্কার সাঙ্গাকারা (৪০৪ ম্যাচে ১৪২৩৪ রান ও ৪৮২ ডিসমিসাল), ভারতের ধোনি (৩৫০ ম্যাচে ১০৭৭৩ রানও ৪৪৪ ডিসমিসাল), অস্ট্রেলিয়ার গিলক্রিস্ট ( ২৮৭ ম্যাচে ৯৬১৯ রানও ৪৭২ ডিসমিসাল) এর পাশে জায়গা পেতে পারেন মুশফিকুর রহিম এ বছরই।

২৭১ ওডিআই ম্যাচে ৭৭৯২ রানও ২৯৩ ডিসমিসালে এই গর্বিত ক্লাবের খুব কাছে এখন মুশফিকুর রহিম। দরকার মাত্র ২০৮ রান এবং ৩টি ডিসমিসাল। ২০৮ রান করতে পারলে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে ৮ হাজারী ক্লাবের সদস্যপদও হাতছানি দিচ্ছে মুশফিকুর রহিমের পাশে।

তিন ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬১ ম্যাচে ১৪৯৬৮ রানের পাশে ৪৬৮ ডিসমিসালে আরও একগুচ্ছ মাইলস্টোনের সামনে দাঁড়িয়ে মুশফিকুর রহিম। আর মাত্র ৩২ রান করতে পারলে তামিমের পর দ্বিতীয় বাংলাদেশী হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ১৫ হাজার রান পূর্ণ করবেন মুশফিক।

৩২টি ডিসমিসাল করতে পারলে বিশ্বের ৭ম উইকেট কিপার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৫০০ ডিসমিসালের মালিকানা পাবেন মুশফিক। এবং এই দুটি লক্ষ্য পূরণ হলে আন্তর্জাতিক ক্রিকেটে সর্বকালের সেরা উইকেট কিপিং অলরাউন্ডার সাঙ্গাকারা (৫৯৪ ম্যাচে ২৮০১৬ রান ও ৬৭৮ ডিসসিমাল), ধোনি (৫৩৮ ম্যাচে ১৭২৬৬ রানও ৮২৯ ডিসমিসাল) এবং গিলক্রিস্ট (১৫৪৬১ রানও ৯০৫ ডিসমিসাল) এর পাশে ঠাঁই পাবেন মুশফিকুর রহিম। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন