মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩১ , ১৯ শাবান ১৪৪৬

খেলা

স্মৃতিময় ভেন্যুতে নেদারল্যান্ডসের বিপক্ষে অপরিবর্তিত দল

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে জুন ১৩, ২০২৪, ২০:৫৫:৪৪

272
  • জাতীয় সঙ্গীতের সময়ের দৃশ্য। ছবি-শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়াম বাংলাদেশের জন্য স্মৃতিময়। বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাক্ষী এই ভেন্যুতে মাহমুদউল্লাহর টেস্ট অভিষেক। তামিমের প্রথম টেস্ট সেঞ্চুরিও এই ভেন্যুতে।

২০০৯ সালে বাংলাদেশের প্রথম টেস্ট জয়ের এই ভেন্যুতেই পা পিছলে মাশরাফির চোট চিরতরে স্তব্দ করে দিয়েছে টেস্ট ক্যারিয়ার।

ভারপ্রাপ্ত ক্যাপ্টেনসি দিয়ে সাকিবের শুরু, পরবর্তীতে তিন সংস্করণের ক্রিকেটে নাম্বার ওয়ান হওয়ার শুরুটা এখান থেকেই। এই ভেন্যুতে এখন সুপার এইটের অগ্নি পরীক্ষার মুখে বাংলাদেশ। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সুপার এইটের পথটা মসৃন করতে মাঠে নেমেছে বাংলাদেশ দল।

টস হওয়ার কথা ছিল সেন্ট ভিনসেন্টের স্থানীয় সময় সকাল ১০টায়। দু দফায় এক পশলা বৃষ্টিতে সেই টস হয়েছে সকাল ৩০ মিনিট পর, অর্থাৎ ১০টা ৩০ মিনিটে। টস জিতে নেদারল্যান্ডস নিয়েছে ফিল্ডিং।

বাংলাদেশ দলে কোনো পরিবর্তন আসেনি। নিউইয়র্কে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছে বাংলাদেশ দল, নেদারল্যান্ডসের বিপক্ষে সেই একাদশের প্রতিই আস্থা রেখেছে টিম ম্যানেজমমেন্ট। 

বাংলাদেশ একাদশ: তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন দাস, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান। 

নেদারল্যান্ডস একাদশ : মাইকেল লেভিট, ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, সাইব্র্যান্ড এঙ্গেলব্রেখট, স্কট এডওয়ার্ডস, বাস ডি লিড, লোগান ভ্যান বেক, টিম প্রিংগেল, আরিয়ান দত্ত, পল ভ্যান মিকেরেন ও ভিভিয়ান কিংমা।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন