বুধবার, ২৬ মার্চ ২০২৫, ১২ চৈত্র ১৪৩১ , ২৬ রমজান ১৪৪৬

খেলা

দেশবাসীকে ঈদ এর আনন্দ দিতে চান সাকিব

শামীম চৌধুরী, সেন্ট ভিনসেন্ট থেকে জুন ১৪, ২০২৪, ০৩:১৪:২০

190
  • ম্যাচ শেষে সাকিব আল হাসান। ছবি-আইসিসি

সেন্ট ভিনসেন্টের পিচে প্রথমে ব্যাট করে ১৫৯/৫ স্কোর পুঁজি নিয়েও নির্ভাবনায় থাকার কথা নয়। এই পিচে ভাল বোলিং, ফিল্ডিং করতে না পারলে হোঁচট খেতে হতে পারে। সে কারণেই এই স্কোরকে চ্যালেঞ্জিং মনে হয়েছে সাকিবের।

জয়ের জন্য বোলারদের বাড়তি কিছু করতে হবে, সেই বার্তাটা দিয়েছিলেন টিমমেটদের। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেছেন তা সাকিব-‘ব্যাটিং সত্যিই ভাল হয়েছে। এটা ভিন্ন ধরণের উইকেট। ভাল বল করলে উইকেট পাবেন, ভাল ব্যাটিং করলে রান পাবেন। যেহেতু আউটফিল্ড বেশ ফাস্ট। চ্যালেঞ্জিং টোটাল ছিল। যে ধরনের পিচ ছিল, তাতে বোলিংয়ে আমাদের খুব ভাল করতে হতো, যেটা আমাদের বোলাররা করেছে।’

শেষ ৮ ওভারে খেলাটা হাতের মুঠোয় নিতে পেরেছে বাংলাদেশ দল। এবং তা সম্ভব হয়েছে রিশাদ এবং মোস্তাফিজের ৪ ওভারে। সেই কৃতিত্বটা এই দুই বোলারকে দিয়েছেন সাকিব-‘১২ ওভার পর্যন্ত খেলাটা ফিফটি ফিফটি ছিল। মোস্তাফিজ-রিশাদ ৪টা ওভার ভাল করেছে। অসম্ভব ভাল বোলিং করেছে। যেটা আমাদেরকে ম্যাচে ফিরিয়ে এনেছে। পেস বোলাররা ধারাবাহিকভাবে ভাল বোলিং করেছে। এর সাথে যোগ হয়েছে রিশাদের অন্তর্ভৃক্তি।যে অন্তর্ভূক্তিটা দারুণ।’

ডি গ্রুপে এমন একটা অবস্থানে দাঁড়িয়ে বাংলাদেশ, যেখানে ৩ ম্যাচে ২ জয় নিয়ে সুপার এইটে এক পা দিয়ে রেখেছে বাংলাদেশ দল। সাকিবও তা মনেপ্রাণে বিশ্বাস করছেন-‘আমরা যে অবস্থায় আছি,সেই অবস্থা থেকে আমরা আত্মবিশ্বাসী। দল হিসেবে যেভাবে পারফর্ম করেছি, তাতে আমরা আত্মবিশ্বাসী।’

নেপালের সাথে গ্রুপ রাউন্ডের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ দল যেদিন, সেই দিন বাংলাদেশে পালিত হবে ঈদ উল আজহা। পবিত্র ঈদ উল আজহার দিনে নেপালকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে বাংলাদেশের মানুষদের মুখে হাসি ফোটাতে চান সাকিব-‘অবশ্যই নেপালের সাথে ম্যাচটা আমাদের জন্য ইম্পরটেন্ট। জিততে পারলে সেকেন্ড রাউন্ডে যাব। বড় একটা অর্জন হবে। স্বাভাবিকভাবে আমরা মুখিয়ে আছি ওই দিনটার জন্য। আমাদের দেশের লোকজন।যারা মুসলমান ঈদ এর দিন যথেষ্ট আনন্দ করে।   অন্য ধর্মের লোকজনও আনন্দ করে। আশা করব তাদের মুখে যেনো আরও বেশি হাসি ফুটাতে পারি।’ 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন