শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৬ জিলহজ ১৪৪৬

খেলা

মুর্শিদা-জ্যোতি ঝড়ে বড় জয়ে সেমিফাইনালে বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার জুলাই ২৪, ২০২৪, ২০:২৭:৫৭

262
  • ৮৯ রানের পার্টনারশিপের পথে মুর্শিদা-জ্যোতি। ছবি-ইন্টারনেট

বাংলাদেশ : ১৯১/২ (২০.০ ওভারে)

মালয়েশিয়া : ৭৭/৮ (২০.০ ওভারে)

ফল : বাংলাদেশ ১১৪ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : মুর্শিদা খাতুন (বাংলাদেশ)।

প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে বড় ব্যবধানে হারের পর থাইল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালের লড়াইয়ে ছিল বাংলাদেশ। বুধবার মালয়েশিয়াকে ১১৪ রানের বড় ব্যবধানে হারিয়ে নারী এশিয়া কাপে সেমিফাইনাল নিশ্চিত করেছে নিগার সুলতানা জ্যোতির দল। 

ডাম্বুলায় টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়ে মুর্শিদা (৫৯ বলে ১০ চার, ১ ছক্কায় ৮০) এবং নিগার সুলতানা জ্যোতির (৩৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৬২*) ব্যাটিং ঝড়ে বাংলাদেশ নারী দল টি-টোয়েন্টিতে দ্বিতীয় সর্বোচ্চ ১৯১/২ স্কোর করে। ২০১৯ সালে মালদ্বীপ নারী দলের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ স্কোর ছিল ২৫৫/২।   

 নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণেও এটা দ্বিতীয় সর্বোচ্চ স্কোর। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে  চলমান আসরে ভারতের ২০১/৫ স্কোর নারী এশিয়া কাপের টি-টোয়েন্টি সংস্করণে সর্বোচ্চ। 

বাংলাদেশ নারী দল এই রান পাহাড়ের আভাস দিয়েছে ব্যাটিং পাওয়ার প্লে-তে ৫১/০ স্কোরে। ওপেনিং জুটির ৪৬ বলে ৬৫, দ্বিতীয় উইকেট জুটির ৫৬ বলে ৮৯ রানে বাংলাদেশ রান পাহাড় গড়তে পেরেছে। শেষ পাওয়ার প্লে-এর ৩০ বলে বাংলাদেশ ১ উইকেট হারিয়ে যোগ করেছে ৬৫ রান।

থাইল্যান্ডের বিপক্ষে ফিফটি করে ছন্দে ফেরা মুর্শিদা বুধবার ডাম্বুলায় ৪৫ বলে উপর্যুপরি দ্বিতীয় এবং টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৬ষ্ঠ ফিফটি উদযাপন করেছেন। ফিফটি পূর্ণ করে পরের ১৪ বলে যোগ করেছেন ৩০ রান। হেলায় হেলায় হাতছাড়া করেছেন মুর্শিদা সেঞ্চুরি। এলসার বলে শর্ট কাভারে ক্যাচ দেয়ার আগে করেছেন ৫৯ বলে ১০ চার, ১ ছক্কায় ৮০ রান। জ্যোতি এদিন ৩৪ বলে টি-টোয়েন্টি ক্যারিয়ারে ৯ম ফিফটি পূর্ণ করে শেষ পর্যন্ত ৩৭ বলে ৫ চার, ২ ছক্কায় ৬২ রানে অপরাজিত ছিলেন। টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম বাংলাদেশের নারী ক্রিকেটার হিসেবে ২ হাজারী ক্লাবের সদস্যপদ  পেতে এখন তার দরকার ৮৮ রান।

মালয়েশিয়াকে রান পাহাড়ে চাপা দিয়ে বড় জয়ে বোলাররা ছিলেন উজ্জীবিত। এক বছর পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে নারী পেসার জাহানারা দ্বিতীয় বলে পেয়েছেন উইকেট।  নিয়েছেন দারুন একটি ডাইভিং ক্যাচ। বোলিংয়ে শুরুটা করেছেন জাহানারা (১/২০), বাঁ হাতি স্পিনার নাহিদা এই ম্যাচেও ছিলেন ধারাবাহিক (৪-০-১৩-২)। আর মাত্র ১টি উইকেট পেলে প্রথম বাংলাদেশী হিসেবে টি-টোয়েন্টিতে উইকেটের সেঞ্চুরি পূর্ণ হবে নাহিদার। জেসমিন (১/১৭), রাবেয়া (১/১০), রিতু মনি (১/২), স্বর্না (১/৭) পেয়েছেন ১টি করে উইকেট। 

 

বাংলাদেশ:  ১৯১/২ (২০.০ ওভারে), দিলারা ৩৩, মুর্শিদা ৮০, নিগার ৬২*, রুমানা ৬*; হান্টার ১/২৭, মাহিরাহ ১/৩৫।

মালয়েশিয়া: ৭৭/৮ (২০.০ ওভারে), হান্টার ২০, মাহিরাহ ১৫; নাহিদা ২/১৩, রিতু ১/২, স্বর্ণা ১/৭, রাবেয়া ১/১০, সাবিকুন ১/১৭, জাহানারা ১/২০।

ফল: বাংলাদেশ ১১৪ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : মুর্শিদা খাতুন।

'বি' গ্রুপের অপর ম্যাচে শ্রীলঙ্কা ১০ উইকেটে থাইল্যান্ডকে  (থাইল্যান্ড ৯৩/৭, শ্রীলঙ্কা ৯৪/০) হারিয়েছে। ফলে 'বি' গ্রুপের চ্যাম্পিয়ন আগামী ২৬ জুলাই ডাম্বুলায় সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে পাকিস্তানকে। অন্যদিকে 'বি' গ্রুপের রানার্স আপ বাংলাদেশ সেমিফাইনালে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে 'এ' গ্রুপের চ্যাম্পিয়ন ভারতকে।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন