রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

ভ্যান্ডারসের লেগ স্পিনে কুপোকাত ভারত

স্পোর্টস রিপোর্টার আগস্ট ৪, ২০২৪, ২৩:৪৬:৩০

660
  • কোহলিকে আউট করে ভান্দেস্রের উল্লাস। ছবি-ক্রিকইনফো

শ্রীলঙ্কা : ২৪০/৯ (৫০.০ ওভারে)

ভারত : ২০৮/১০ (৪২.২ ওভারে)

ফল : শ্রীলঙ্কা ৩২ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : ভ্যান্ডারসে (শ্রীলঙ্কা)।

শ্রীলঙ্কা সফর দিয়ে শুরু হয়েছে ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীরের কোচিং অ্যাসাইনমেন্ট। শ্রীলঙ্কা দলের হয়ে কোচিংয়ের শুরুটা হয়েছে লিজেন্ডারি জয়সুরিয়ারও।

এই দুই লিজেন্ডারির লড়াইয়ে গৌতম গম্ভীর সফল হয়েছেন টি-টোয়েন্টি সিরিজে। ওয়ানডে সিরিজে এসে সেই বদলা নেয়ার সুযোগ পেয়েছেন জয়সুরিয়া।

প্রেমাদাসায় সিরিজের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অবিশ্বাস্যভাবে 'টাই' করে উজ্জীবিত শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ম্যাচে ভারতকে ৩২ রানে হারিয়েছে।

ইনজুরিতে পড়ে হাসারাঙ্গা সিরিজ থেকে ছিটকে পড়ায় বড় ধরণের দুশ্চিন্তায় পড়ার কথা শ্রীলঙ্কার। তবে তার বদলে ৭ মাস পর খেলার সুযোগ পেয়ে ক্যারিয়ারসেরা বোলিংয়ে (১০-০-৩৩-৬) ভারতকে হতভম্ব করেছেন জেফরি ভ্যান্ডারসে।

প্রেমাদাসায় টসে জিতে প্রথমে ব্যাট করে আবিষ্কা ফার্নান্দো (৬২ বলে ৫ বাউন্ডারিতে ৪০), কুশল মেন্ডিজ (৪২ বলে ৩০), ওয়াল্লেলাগা (৩৫ বলে ৩৯) এবং কামিন্দু মেন্ডিজের (৪৪ বলে ৪০) ব্যাটিংয়ে ২৪০/৯ স্কোর করে। ভারতের অফ স্পিনার ওয়াশিংটন সুন্দর পেয়েছেন ৩ উইকেট (৩/৩০)।

ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও রোহিত-শুভমন গিলের ওপেনিং পার্টনারশিপ দেখিয়েছে জয়ের স্বপ্ন।

প্রথম ম্যাচে এই পার্টনারশিপ ২৩১ তাড়া করতে এসে করেছেন ৭৫। দ্বিতীয় ম্যাচে ২৪১ তাড়া করতে এসে এই পার্টনারশিপের অবদান ৯৭! প্রথম ম্যাচে ৩৩ বলে ফিফটি করা রোহিত এই ম্যাচে ফিফটি করেছেন ২৯ বলে। এই ম্যাচেও ব্যাটিং পাওয়ার প্লে'র মধ্যেই ফিফটি করেছেন রোহিত। প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও ভারত অধিনায়কের বিদায়ের পর তাসের ঘরের মতো ভেঙ্গে পড়েছে ভারত।

লেগ স্পিনার ভ্যান্ডারসের বলে রিভার্স সুইপ করতে যেয়ে রোহিত শর্মা ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে (৪৪ বলে ৫ চার, ১ ছক্কায় ৬৪) ফিরে আসার মধ্য দিয়ে শুরু ভারতের বিপর্যয়। ৭০ রানে পড়েছে তাদের ৬ উইকেট।

নিজের প্রথম ২৯ ডেলিভারিতে ভারতের ৬ উইকেট ফেলে দিয়েছেন ভ্যান্ডারসে। রোহিত, গিল, কোহলি, দুবে, আইয়ার, লোকেশ তার শিকার।  

 শুভমন গিল ৪৪ বলে ৩৫, অক্ষয় প্যাটেল ৪৪ বলে ৪৪ রান করলেও দলের বিপর্যয় সামাল দিতে পারেনি ভারত। অধিনায়ক আসালাঙ্কার অফ স্পিনে (৬.২-২-২০-৩) ভারত আত্মসমর্পনে বাধ্য হয়েছে। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন