শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব লাইলস

ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২৪, ১০:২৩:১৫

117
  • ছবি: ইন্টারনেট

গত বছর বিশ্ব চ্যাম্পিয়নশিপ জিতে অ্যাথলেটিকস বিশ্বে নতুন তারকার আবির্ভাবের ঘোষণা দেওয়া নোয়াহ লাইলস দ্রুততম মানব হলেন অলিম্পিকেও। রবিবার স্তাদে দে ফ্রান্সে জ্যামাইকান প্রতিদ্বন্দ্বীকে ০.০০৫ সেকেন্ডের ব্যবধানে হারিয়ে সোনা জিতেছেন এই আমেরিকান।

ব্যক্তিগত সেরা ৯.৭৮৪ সেকেন্ডে ফিনিশিং লাইন ছোঁন লাইলস। কিশানে থম্পসন ৯.৭৮৯ সেকেন্ডে রুপা জিতেছেন। যুক্তরাষ্ট্রের ফ্রেড কার্লি ৯.৮১ সেকেন্ড সময় নিয়ে ব্রোঞ্জ জয়ী।

লাইলস সাধারণত ২০০ মিটারে দৌড়ান। এবার ১০০ মিটারেও নিজেকে চেনালেন। ২০ বছরে প্রথমবার অলিম্পিকের এই ইভেন্টে আমেরিকাকে সোনা এনে দিলেন তিনি।

তিন বছর আগে টোকিওতে ২০০ মিটারে কানাডার আন্দ্রে ডি গ্রাস ও যুক্তরাষ্ট্রের কেনেথ বেডনারেকের পেছনে থেকে ব্রোঞ্জ জেতেন লাইলস। এবার ক্যারিয়ারের সেরা পারফর্ম করে ১০০ মিটারে সোনা নিশ্চিত করলেন।

দৌড় শেষে ২৭ বছরের লাইলস বলেছেন,  ‘আমি চেয়েছিলাম লড়াইটা শক্ত হোক। সবাই ভালো করার প্রস্তুতি নিয়ে এসেছিল৷ আমি প্রমাণ করতে চেয়েছিলাম যে, আমি নেকড়েদের মধ্যে সেরা নেকড়ে।’

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন