রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

২৭ বছর পর ওয়ানডে সিরিজে ভারতকে হারাল শ্রীলঙ্কা

স্পোর্টস রিপোর্টার আগস্ট ৮, ২০২৪, ০১:৪১:১৫

303
  • ওয়ানডে সিরিজের ট্রফি জয়ী শ্রীলঙ্কা দল। ছবি-ক্রিকইনফো

শ্রীলঙ্কা : ২৪৮/৭ (৫০.০ ওভারে)

ভারত : ১৩৮/১০ (২৬.১ ওভারে)

ফল : শ্রীলঙ্কা ১১০ রানে জয়ী।

প্লেয়ার অব দ্য ম্যাচ : আবিষ্কা ফার্নান্দো (শ্রীলঙ্কা)।

প্লেয়ার অব দ্য সিরিজ : ওয়েল্লালাগে (শ্রীলঙ্কা)।

দ্বি-পাক্ষিক ওয়ানডে সিরিজে ভারতের বিপক্ষে সর্বশেষ জয়টা ছিল শ্রীলঙ্কার ১৯৯৭ সালে। শ্রীলঙ্কার মাটিতে ৩ ম্যাচের সেই সিরিজে ২-০তে স্বাগতিক দলের সেই সিরিজ জয়ে অবদান রেখেছেন জয়সুরিয়া।

২৭ বছর পর জয়সুরিয়া কোচ হিসেবে দেখলেন একই ব্যবধানে শ্রীলঙ্কার সিরিজ জয়। আশ্চর্য হলেও সত্য, এই দুটি সিরিজেই একটি করে ম্যাচ হয়েছে টাই, অন্য দুটিতে জিতেছে শ্রীলঙ্কা।এই সফরে টি-টোয়েন্টি সিরিজের হারের মধুর বদলা নিয়েছে শ্রীলঙ্কা।

টাই দিয়ে শুরু হওয়া সিরিজে দ্বিতীয় ম্যাচে ৩২ রানে শ্রীলঙ্কা জিতে সিরিজ জয়ের স্বপ্ন দেখিয়েছে সমর্থকদের। টসে জিতে ব্যাটিং নিয়ে আগের দুটি ম্যাচের মতো শেষ ম্যাচেও একই সিদ্ধান্ত নিয়েছেন আসালাঙ্কা।

প্রথম তিন ব্যাটার পাথুম নিশাঙ্কা (৬৫ বলে ৫ চার,২ ছক্কায় ৪৫),কুশল মেন্ডিজ (৮২ বলে ৪ বাউন্ডারিতে ৫৯ এবং মাত্র ৪ রানের জন্য ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি মিস করা আবিষ্কা ফার্নান্দোর (১০২ বলে ৯ চার, ২ ছক্তায় ৯৬) ব্যাটিংয়ে ২৪৮/৭ স্কোর করে শ্রীলঙ্কা। শ্রীলঙ্কার প্রথম দুটি পার্টনারশিপ ১১৯ বলে ৮৯ এবং৯৪ বলে ৮২ ছিল উল্লেখযোগ্য। ভারতের অফ স্পিনার রায়ান প্রাগ পেয়েছেন ৩ উইকেট (৩/৫৪)।

জবাব দিতে নেমে রোহিত শর্মা ঝড়ো শুরু (২০ বলে ২ চার, ৩ ছক্কায় ৩৫) করলেও ভারতের ইনিংসে বড় এক দমকা হাওয়ায় মাত্র ৩৮ রানে উড়ে গেছে ৬ উইকেট। বাঁ হাতি স্পিনার দুনিথ ওয়াল্লালাগের ক্যারিয়ারসেরা বোলিংয়ে (৫/২৭) এবং লেগ স্পিনার ভান্দেস্রের ২ উইকেটে (২/৩৪) ভারত মাত্র ১৩৮ রানে উড়ে গেছে। ওয়াশিংটন সুন্দর ২৫ বলে ৩০ রান না করলে আরো বড় বিপর্যয় হতে পারতো ভারতের। 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন