শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

ক্যান্সারের কাছে হার মানলেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক প্যাটেল

স্পোর্টস রিপোর্টার আগস্ট ৮, ২০২৪, ২০:৩৩:৪৭

600
  • হাসপাতাল বেডে সাইদুর রহমান প্যাটেল। ছবি-ফেসবুক থেকে নেয়া

পুরাতন ঢাকার নারিন্দার ছেলে সাইদুর রহমান প্যাটেল খেলতেন ফুটবল। দেশ মাতৃকার মুক্তিযুদ্ধের বার্তা সারা বিশ্বে জানিয়ে দিতে এবং মহান মুক্তিযুদ্ধে তহবিল সংগ্রহে ২০ বছর বয়সে সীমান্ত পেরিয়ে ১৯৭১ সালের জুলাই মাসে গঠন করেছিলেন স্বাধীন বাংলা ফুটবল দল।

জাকারিয়া পিন্টুর নেতৃ্ত্বে ১৯৭১ সালে ২৫ জুলাই পশ্চিমবঙ্গের নদীয়া জেলার কৃষ্ণনগর স্টেডিয়ামে স্বাধীন বাংলা ফুটবল দলের প্রদর্শনী ম্যাচ দিয়ে শুরু হয় স্বাধীন বাংলা ফুটবল দলের ব্যতিক্রর্মী এক মুক্তিযুদ্ধ।

স্বাধীন বাংলা ফুটবল দলকে সংগঠিত করা সাইদুর রহমান প্যাটেল পেয়েছেন জাতীয় ক্রীড়া পুরস্কার। দেশের এই সূর্য সন্তান এক বছরেরও বেশি সময় ধরে আক্রান্ত ছিলেন ক্যান্সারে। ক্যান্সারের সঙ্গে লড়েও ছিলেন অবিচল।ফেসবুকে ছিলেন সক্রিয়।

যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতাল বেডে শুয়ে দিয়েছেন একটার পর একটা পোষ্ট। গত ৩০ জুলাই হাসিখুশি ছবি দিয়ে একটি পোষ্টে লিখেছেন-‘৭১ এর মহান মুক্তিযুদ্ধে যে জায়গাটিতে পাক বাহিনীর বুলেটে ফুটা হওয়ার কথা ছিলো ? বিলম্বিত হলেও উক্ত স্থানটি ফুটো দেখতে হলো ! আমার মহান স্বৃষ্টিকর্তা আমার রবকে বুকে ধারন করে বেচে আছি আমিন।’  

অবশেষে মরনব্যাধি ক্যান্সারের কাছে হার মানতে হলো প্যাটেলের।বৃহস্পতিবার বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন স্বাধীন বাংলা ফুটবল দলের সংগঠক সাইদুর রহমান প্যাটেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজেউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি এক ছেলে ও মেয়ে এবং অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।তার মৃত্যু শোক ছুঁয়েছে বাংলাদেশের ক্রীড়াঙ্গনে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন