শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

‘এ’ দলের পাকিস্তান সফরকে টেস্ট সিরিজের প্রস্তুতি হিসেবে দেখছেন বিজয়

স্পোর্টস রিপোর্টার আগস্ট ৮, ২০২৪, ২২:২১:১০

166
  • সংবাদ সম্মেলনে এনামুল হক বিজয়। ছবি-শামীম চৌধুরী

দেশজুড়ে ছাত্র গণ আন্দোলনে বাংলাদেশ ‘এ’  দলের পাকিস্তান সফর পিছিয়ে গেছে চারদিন। সূচিতে রদবদল হয়েছে। ইসলামাবাদে ২ টি চারদিনের এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ ‘এ’  দলে দেশের মাটিতে মাত্র ২ দিনের অনুশীলনের সুযোগ পেয়েছে।  বুধবার এবং বৃহস্পতিবার বাংলাদেশ ‘এ’ দল করেছে অনুশীলন। 

পাকিস্তানের ফ্লাইট ধরার কথা ছিল ৬ আগস্ট।  নুতন সূচিতে আগামীকাল (শুক্রবার) পাকিস্তানের ফ্লাইট ধরবে বাংলাদেশ ‘এ’  দল। 

ইসলামাবাদে ২ টি চারদিনের এবং ৩টি একদিনের ম্যাচের সিরিজকে সামনে রেখে বাংলাদেশ 'এ' দলে দেশের মাটিতে মাত্র ২ দিনের অনুশীলনের সুযোগ পেয়েছে। বুধবার থেকে শুরু করতে পেরেছে তাঁরা অনুশীলন। 

এবার পাকিস্তান সফর ‘এ’ দলের ক্রিকেটারদের জন্য বড় একটা চ্যালেঞ্জ। কারণ, ‘এ’ দলের দুই ম্যাচের ৪ দিনের সিরিজের (১৩-১৬ আগস্ট ও ২০-২৩ আগস্ট) পর পরই (২১-২৫ আগস্ট, ৩০ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বর) বাংলাদেশ  দল খেলবে পাকিস্তানের বিপক্ষে ২ ম্যাচের টেস্ট সিরিজ।   

সে কারণেই ‘এ’ দলের সফরের মধ্যেই যেহেতু জাতীয় দলও পাকিস্তানে যাবে, সফরটিকে একরকম জাতীয় দলের প্রস্তুতি হিসেবেই ধরা হচ্ছে।

পাকিস্তান সফরকে সামনে রেখে বৃহস্পতিবার শের-ই-বাংলা স্টেডিয়ামের নর্থ প্লাজায় এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ‘এ’ দলের অধিনায়ক এনামুল হক বিজয় ও হেড কোচ মিজানুর রহমান বাবুল গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। 

‘এ’ দলের সফর জাতীয় দলের টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য সহায়ক হবে বলে মনে করছেন এনামুল হক বিজয়- ‘এই সফরের পরই আবার জাতীয় দলের সফর আছে। অনেক ক্রিকেটার “এ” দলের সঙ্গে যাচ্ছে প্রস্তুতির জন্য। এটা জাতীয় দলের দারুণ কাজে লাগবে।’

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পর্যাপ্ত প্রস্তুতি নিতে পারেনি  ‘এ’ দল। তারপরও প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক বিজয়-‘ সামনে আরও প্রস্তুতির সুযোগ আছে। অনেকগুলো ম্যাচ আমরা খেলতে পারব। সব কটিই টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ। ‘এ’  দলের সফরে যারা যাচ্ছি, তাদেরও উপকার হবে। জাতীয় দলে খেলার জন্য তারা প্রস্তুত হবে। জাতীয় দলেরও উপকার হবে।’

বিজয়ের টেস্ট ক্যারিয়ারটা মোটেও বড় নয়। ১১ বছরে খেলেছেন মাত্র ৫টি টেস্ট। ১০.০০ গড়ে করেছেন ১০০ রান। ২০২২ সালের জুলাইয়ে এন্টিগায় খেলেছেন সর্বশেষ টেস্ট। টেস্টে ফিরতে ‘এ’ দলের চারদিনের সিরিজকে নিজের জন্য চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন বিজয়-‘টেস্ট ক্রিকেট আমার অসাধারণ লাগে। যখনই প্রথম শ্রেণির ক্রিকেট খেলি, চেষ্টা করি শতভাগ দিয়ে খেলার। সে ক্ষেত্রে আমার জন্য এটা বড় একটা সুযোগ। জাতীয় দলের যাদের সঙ্গে কথা হয়েছে, তারাও বলেছে এটি আমার জন্য বড় সুযোগ। জাতীয় দলে সুযোগ এলে লম্বা সময় বাংলাদেশ দলের জন্য খেলার চেষ্টা করব।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন