শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদীর পদত্যাগ

স্পোর্টস রিপোর্টার আগস্ট ৯, ২০২৪, ০০:৩২:৪৯

260
  • সালাম মুর্শেদী। ছবি-ইন্টারনেট

বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) কাজি সালাউদ্দিনের ডেপুটি হিসেবে জাতীয় দলের সাবেক তারকা স্ট্রাইকার সালাম মুর্শেদী ছিলেন টানা ১৬ বছর। ২০০৮ সাল থেকে বাফুফের সিনিয়র সহ-সভাপতির পদে দায়িত্ব পালন করেছেন সালাম মুর্শেদী। বাফুফের ফিন্যান্স কমিটি ও রেফারিজ কমিটির চেয়ারম্যানের দায়িত্বেও ছিলেন তিনি। 

অথচ, বাফুফের অর্থ বিভাগে অস্বচ্ছতা ধরা পড়েছে তার আমলে। ফিফার অনুদানের অর্থে ক্রয় সংক্রান্ত আর্থিক কেলেংকারির দায়ে ফিফা বিভিন্ন মেয়াদে শাস্তি দেয় বাফুফের একাধিক কর্মকর্তাকে।

বৈশ্বিক ফুটবলের নিয়ন্তা সংস্থাটির এথিকস কমিটি ১০ হাজার সুইস ফ্র্যাঁ জরিমানা করে সালাম মুর্শেদীকেও। গত মে মাসে বাফুফের অর্থ কমিটির প্রধান হিসেবে ফিফা প্রদত্ত অর্থের অনিয়মের কারণেই এই জরিমানা করা হয় তাঁকে।এরপরও ছিলেন বাফুফে-তে বহাল তবিয়তে খুলনা থেকে আওয়ামী লীগের টিকিটে নির্বাচিত সালাম মুর্শেদী। 

সম্প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হওয়ায় সালাম মুর্শেদীর বাড়ি পুড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধরা। দেশে ক্ষমতার পালাবদলের হাওয়া লাগতে পারে ক্রীড়াঙ্গনে। সেই পরিবর্তনের দাবি উঠেছে।

চলমান মেয়াদে এ বছরের অক্টোবর পর্যন্ত ছিল বাফুফের বর্তমান কমিটির মেয়াদ। তবে সে পর্যন্ত অপেক্ষা করেননি। পরিস্থিতির মুখে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সিনিয়র সহ-সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন সালাম মুর্শেদী।

বৃহস্পতিবার রাত ১১ টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে সালাম মুর্শেদীর পদত্যাগের কথা জানিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন । পদত্যাগের কারণ হিসেবে বিবৃতিতে ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করা হয়েছে।

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন