রবিবার, ৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ , ৪ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

বিসিবি সভাপতিসহ পরিচালকদের পদত্যাগের আহ্বান ফাহিমের

স্পোর্টস রিপোর্টার আগস্ট ১০, ২০২৪, ২১:৫৪:০৬

349
  • গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন নাজমুল আবেদিন ফাহিম। ছবি-ইন্টারনেট

বৈষম্যমূলক ছাত্র আন্দোলনে রাজপথে আন্দোলনকারীদের পক্ষে অবস্থান নিয়েছিলেন সাকিব-মুশফিকুর রহিমদের ক্রিকেট গুরু নাজমুল আবেদিন ফাহিম।

বিসিবির নির্বাচনে ক্যাটাগরি-৩ এ পরাজিত বিকেএসপি সাবেক কোচ, বিসিবির একাডেমী, নারী ক্রিকেট দলের কোচ, গেম ডেভেলপম্যান্টের কোচিং ডিরেক্টর নাজমুল আবেদিন ফাহিম বিসিবির সঙ্গে দীর্ঘদিন ছিলেন বলেই দেশের ক্রিকেটের পরিচালনাকারী সংগঠনটির নানা অনিয়ম সম্পর্কে ভাল ধারণা পেয়েছেন।

বিসিবির পরিচালনা পরিষদে ছিলেন না বলে প্রতিবাদ করতে পারেননি। তবে ছাত্র আন্দোলনে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনে এখন মুখ খুলেছেন।

আওয়ামী লীগ সরকারের আমলে গত ১৫ বছরে বিসিবি অনিয়ম নিয়ে কথা বলতে চান তিনি অন্তর্বর্তীকালীন সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা হিসেবে দায়িত্ব নেওয়া আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সঙ্গে।  বিসিবিতে সংস্কার জরুরী বলে জানিয়েছেন নাজমুল আবেদীন ফাহিম।

গত ১২ বছর ধরে বিসিবির সভাপতির চেয়ারে আছেন নাজমুল হাসান পাপন। বিসিবিতে সংস্কার করতে হলে প্রথমে এই নেতৃত্ব পরিবর্তন জরুরী বলে মনে করছেন ফাহিম-‘সবচেয়ে বেশি দায়টা লিডারশিপের। সে কারণে লিডারশিপে পরিবর্তন আনা খুব দরকার। লিডারশিপ ঠিক থাকলে বাকি জিনিসগুলো স্বয়ংক্রিয়ভাবে ঠিক হয়ে যায়। এখন তো আইসিসির অনেক ব্যাপার আছে। সংস্কারের কথা যদি আমরা বলি, বোর্ডে অনেক জায়গায় সমস্যা আছে।’

বিসিবির কাজে বিশৃঙ্খল পরিবেশ পরিবর্তনের দাবি জানিয়েছেন তিনি-‘এখানে কাজের যে ধরন, ভেতরে ভেতরে বিশৃঙ্খল কাজ হয়। সেটা পরিবর্তন আনা দরকার। এগুলো সোজা করতে পারলে আমার মনে হয় অনেক সমস্যা সমাধান করা সম্ভব।’

বাংলাদেশের ক্রিকেটকে স্বপ্ন দেখাতে পারবেন, এমন এক নেতা চাইছেন তিনি-‘দিন শেষে আমরা অবশ্যই এমন একটা বোর্ড চাইব যেখানে ভালো লিডার থাকবে। যার বড় স্বপ্ন থাকবে। যে বাংলাদেশ ক্রিকেটকে অনেক ওপরে নিয়ে যেতে চাইবে। সেজন্য যে স্বচ্ছতা, জবাবদিহিতার যে ব্যাপারগুলো থাকা দরকার, সেগুলো থাকবে। সেরকম অনেক মানুষ কিন্তু আমাদের দেশে আছে। কিন্তু অনেকদিন ধরে তারা কোনো সুযোগ পায়নি কাজ করার।’

গত ৫ আগষ্ট ছাত্র গণ অভ্যুন্থানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় বিসিবির বর্তমান পরিচালনা পরিষদ শুণ্য হয়ে পড়েছে। তাই বিসিবিকে কার্যকর করতে বিসিবি সভাপতি এবং বোর্ড পরিচালকদের পদত্যাগের আহ্বান জানিয়েছেন ফাহিম-‘আমরা এরই মধ্যে দেখেছি বোর্ড কিন্তু খালি। এখন কিন্তু অনেক কার্যক্রম চলছে। একটা দল অস্ট্রেলিয়ায়। ‘এ’ দল পাকিস্তান সফরে গেছে। জাতীয় দল পাকিস্তান সফরে যাবে। সামনে মেয়েদের বিশ্বকাপ আছে। এই সময়ে আমরা বিসিবি পরিচালকদের সেভাবে দেখছি না। তারা যদি সত্যিই দায়িত্বশীল হতেন, ক্রিকেটকে ভালোবেসে থাকেন... অনেক সংগঠন থেকেই কিন্তু মানুষ পদত্যাগ করছে। তারাও চাইলে করতে পারে। একটা নিয়মের মধ্য দিয়ে যেতে হবে।’ 

দায়িত্ব পাওয়া যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের সঙ্গেও বসতে চান নাজমূল আবেদীন ফাহিম-‘যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টারা ভেবেচিন্তে সিদ্ধান্ত নেবেন। এরই মধ্যে তারা কিন্তু বলেছেন, তারা সিস্টেমটা ঠিক করবেন।সামনে হয়তো এটা নিয়ে আমি আলাপও করব। কোন জায়গায় আমরা পিছিয়ে আছি, অথচ সে জায়গায় আমাদের পিছিয়ে থাকার কোনো কারণ নেই।’

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন