শনিবার, ৭ সেপ্টেম্বর ২০২৪, ২৩ ভাদ্র ১৪৩১ , ৩ রবিউল আউয়াল ১৪৪৬

খেলা

অলিম্পিক ফুটবলে যু্ক্তরাষ্ট্রের মেয়েদের স্বর্ণপদক পুনরুদ্ধার

স্পোর্টস রিপোর্টার আগস্ট ১১, ২০২৪, ০১:১০:১৭

210
  • ব্রাজিলের জালে বল জড়িয়ে যুক্তরাষ্ট্র খেলোয়াড়দের উৎসব। ছবি-ইন্টারনেট

১৯৯৬ সালে আটলান্টা অলিম্পিকে মেয়েদের ফুটবলের অভিষেক আসরে স্বর্ণপদক জয়ে যুক্তরাষ্ট্রের মেয়েদের শুরু। সেই থেকে অলিম্পিকের মেয়েদের ফুটবলে প্রথম ৫টি আসরের ৪টিতে স্বর্ণপদক জিতে অন্য উচ্চতায় উঠেছে যুক্তরাষ্ট্র নারী ফুটবল দল।

২০১২ সালে লন্ডন অলিম্পিকে স্বর্ণ জয়ের পরের দুটি অলিম্পিকে হতাশ করেছে যু্ক্তরাষ্ট্রের মেয়েরা। রিও এবং টোকিও অলিম্পিকের আক্ষেপ ঘুঁচিয়েছে যুক্তরাষ্ট্রের মেয়েরা প্যারিস অলিম্পিকে।

১২ বছর পর অলিম্পিকে স্বর্ণপদক পুনরুদ্ধার করেছে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল। প্যারিসের পিএসজির মাঠে শনিবার ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে স্বর্ণপদক জয়ের উৎসব করেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা।  

 এই নিয়ে তিনবার অলিম্পিকের ফাইনালে উঠে তিনবারই হতাশ হতে হলো ব্রাজিলকে। রুপা নিয়ে সন্তুষ্ট থাকতে হলো ব্রাজিলের মেয়েদের।   প্যারিসেই হতে যাচ্ছে নিজের অলিম্পিকের শেষ আসর, ব্রাজিলের সর্বকালের সেরা নারী ফুটবলার সে ঘোষণা দিয়েই এসেছিলেন প্যারিসে।

স্বর্ণপদক জিততে না পারার আক্ষেপ নিয়ে শেষ হলো ৩৮ বছর বয়সী এই ফরোয়ার্ডের অলিম্পিক ক্যারিয়ার।

মেয়েদের ফুটবল ফাইনালে বলের দখল বেশি ছিল ব্রাজিলের। গোল পোষ্ট লক্ষ্য করে বেশি শটও নিয়েছে ব্রাজিলের মেয়েরা। তবে যুক্তরাষ্ট্রের মেয়েদের জমাট ডিফেন্স এবং গোলরক্ষককে পরাস্ত করতে পারেনি ব্রাজিল নারী দল। 

খেলার ১৬তম মিনিটে জালে বল জড়িয়ে উদযাপনে মেতেছিলেন লুদমিলা, তবে অফ-সাইডের পতাকা তুলে গোল বাতিল করেন সহকারী রেফারি। খেলার ২৬তম মিনিটে সোয়ানসোনের শট ব্রাজিল গোলরক্ষক সেভ করেছেন।

তবে বিরতির পর এই সোয়ানসোনের গোলেই স্বর্ণ জয়ের উৎসব করেছে যুক্তরাষ্ট্র।  ৫৯তম মিনিটে সতীর্থের থ্রু পাস ধরে বল পেয়ে এক ছুটে বক্সে ঢুকে কোনাকুনি শটে জয়সূচক গোল করেন সোয়ানসোন (১-০)।

খেলার ইনজুরি টাইমের ৪র্থ মিনিটে সমতা আনার শেষ চেষ্টা ব্যর্থ হয় ব্রাজিলের। ফরোয়ার্ড সনেটের শট গোলরক্ষক নেইহের অসামান্য তৎপরতায় রুখে দেন।  

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন