শুক্রবার, ১৩ জুন ২০২৫, ৩০ জ্যৈষ্ঠ ১৪৩২ , ১৬ জিলহজ ১৪৪৬

খেলা

ডি মারিয়াকে মেসির আবেগী বার্তা

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ৬, ২০২৪, ১৯:৫২:০৯

327
  • ছবি: ইন্টারনেট

ফুটবল ক্যারিয়ারে লিওনেল মেসি-অ্যাঙ্গেল ডি মারিয়া যেন একই বৃন্তে দুটি ফুল। তবে শুক্রবার সকালে  ডি মারিয়ার আনুষ্ঠানিক বিদায়ের মধ্যে দিয়ে শেষ হলো দুজনের পথচলা। প্রিয় সতীর্থদের বিদায়ে একটি চিঠি লিখেছেন মেসি। সেটি প্রকাশ করেছেন ইতালিয়ান ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো।

বুয়েনস এইরেসের স্তাদিও মনুমেন্তালে শুক্রবার বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে চিলিকে ৩-০ গোলে হারায় আর্জেন্টিনা। ঘরের মাঠে ম্যাচের আগে বিশেষ আয়োজনে ডি মারিয়াকে বিদায় জানানো হয়। সে সময় জাতীয় দলের হয়ে তার সেরা সব মুহূর্তগুলো দেখানো হয় বড় পর্দায়। একটি খোলা চিঠি পড়ে শোনান ডি মারিয়ার মেয়ে মিয়া মারিয়া।

এসময় আর্জেন্টিনার সব ফুটবলারের গায়ে ছিল ডি মারিয়ার জার্সি৷ যেখানে থাকতে পারতেন মেসিও। চোট পুনর্বাসনে যুক্তরাষ্ট্রে থাকায় এই বিদায়ী আয়োজনে সশরীরে থাকা হয়নি আর্জেন্টিনা অধিনায়কের। তবে দীর্ঘ দিনের সতীর্থ ও কাছের বন্ধুর জন্য ভিডিওবার্তা দেন আটবারের ব্যালন ডি’অর জয়ী, ‘আমি খুবই দুঃখিত, তোমার বিশেষ উপলক্ষের সময়টাতে থাকতে পারলাম না। আশা করি, পরিবার ও কাছের মানুষদের নিয়ে তুমি এই রাতটি উপভোগ করেছ। তুমি আমাদের যা দিয়েছ, এই সম্মাননা তোমার প্রাপ্য।’

চিঠিতে মেসি আরও লিখেছেন, ‘ব্যক্তিজীবনে আমাদের যা কিছু বলার ছিল, আমরা একে অপরকে বলেছি। একসঙ্গে এত বছর কাটাতে পারার সৌভাগ্য হয়েছে আমাদের। কে ভেবেছিল, জাতীয় দলে আমাদের যা কিছুর মধ্য দিয়ে যেতে হয়েছে, যেমন অভিজ্ঞতা হয়েছে, সেগুলো সব ছাপিয়ে আমরা প্রতিটি টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে পারব। উপভোগ করো, কারণ এটি তোমার প্রাপ্য। আমরা তোমাকে অনেক মিস করব।’

উল্লেখ্য গত জুলাইয়ে কোপা আমেরিকার পর আন্তর্জাতিক ফুটবলকে গুডবাই বলেন ডি মারিয়া। তবে ঘরের মাঠে শুক্রবার আনুষ্ঠানিক বিদায় নেন তিনি। যে কারণে তার বিদায়ী ম্যাচে স্বাগতিকদের আয়োজন ছিল মনের রাখার মতো। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন