সোমবার, ১৬ জুন ২০২৫, ২ আষাঢ় ১৪৩২ , ১৯ জিলহজ ১৪৪৬

খেলা

কষ্টার্জিত জয়ে চ্যাম্পিয়ন লিগ অভিযান শুরু রিয়ালের

ক্রীড়া ডেস্ক সেপ্টেম্বর ১৮, ২০২৪, ১০:৫৯:১১

321
  • ছবি: ইন্টারনেট

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই চ্যাম্পিয়নস লিগের নতুন মৌসুমের শুরুতেই প্রত্যাশার চাপটা একটু বেশিই রিয়াল মাদ্রিদের ওপর। যার প্রভাব মঙ্গলবার রাতে মাঠের ফুটবলেও পড়ল। যে কারণে শুরুতে নিজেদের ছায়া হয়ে ছিল সান্তিয়াগো বার্নাব্যুর ক্লাবটি। তবে সবকিছু পেছনে ফেলে ঠিকই স্প্যানিশ জায়ান্টরা জেগে ওঠে দ্বিতীয়ার্ধে। দ্রুত সময়ের মধ্যে তারা পেয়ে যায় জালের দেখা। এদিকে প্রতিপক্ষের মাঠে আক্রমণাত্মক ফুটবল উপহার দেওয়া ভিএফবি স্টুটগার্ট লড়াই করল সমান তালে। তবে ইউরোপ সেরার মঞ্চে আরও একবার নিজেদের সামর্থ্য দেখিয়ে জয় দিয়েই শিরোপা ধরে রাখার অভিযান শুরু করল কার্লো আনচেলত্তির দল।

মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে ৩-১ গোলে জিতেছে রিয়াল। স্প্যানিশ চ্যাম্পিয়নদের হয়ে জালের দেখা পেয়েছেন কিলিয়ান এমবাপে, আন্টোনিও রুডিগার ও এন্দ্রিক।

ঘরের মাঠে গতিময় শুরু করে রেয়াল। তবে তাদের চমকে দিয়ে দ্রুতই মাঝমাঠের নিয়ন্ত্রণ নিয়ে নেয় স্টুটগার্ট। প্রথম ১৮ মিনিটে গোলের জন্য নেয় পাঁচটি শট! ম্যাচের দ্বাদশ মিনিটে জেমি লেওয়েলিংয়ের জোরাল শট ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে রক্ষা করেন কোর্তোয়া। তিন মিনিট পর মিইয়ুর শটও ক্রসবারের ওপর দিয়ে পাঠান তিনি।

২৬তম মিনিটে এমবাপের শট ঝাঁপিয়ে ঠেকান স্টুটগার্ট গোলরক্ষক আলেকসান্দার নুবেল। ৩৩তম মিনিটে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। তবে ভিএআর মনিটরে ট্যাকলের দৃশ্য দেখে বাতিল করেন সিদ্ধান্ত। রুডিগার নয়, আগে বলেই লেগেছিল স্টুটগার্ট ডিফেন্ডারের পা। ৪০তম মিনিটে ডেনিস উন্দাভের শট ক্রসবারের ওপর দিয়ে পাঠান কোর্তোয়া।

সবকিছু পেছনে রিয়াল এগিয়ে যায় বিরতির পরপরই। নিজেদের অর্ধ থেকে আসা বল ধরে পায়ের কারিকুরিতে এগিয়ে যান রদ্রিগো। আগুয়ান গোলরক্ষককে এড়িয়ে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড খুঁজে নেন এমবাপেকে। ফাঁকা জালে অনায়াসে বল পাঠান ফরাসি তারকা।

এদিকে ম্যাচের ৬৭তম মিনিটে এদের মিলিতাওয়ের পায়ে লেগে পোস্ট ঘেঁষে বেরিয়ে যায় লেওয়েলিংয়ের শট। সেই কর্নার থেকেই পরের মিনিটে হেডে জাল খুঁজে নেন উন্দাভ।

দারুণ লড়াই চলতে থাকা ম্যাচের ৮৩তম মিনিটে ফের এগিয়ে যায় রিয়াল। লুকা মদ্রিচের কর্নারে সবার উঁচুতে লাফিয়ে বল জালে পাঠান রুডিগার।

পাঁচ মিনিট যোগ করা সময়ের শেষটায় জালের দেখা পান একটু আগে বদলি নামা এন্দ্রিক। প্রতি-আক্রমণে বল পেয়ে দারুণ গতিতে অনেকটা এগিয়ে দূরপাল্লার শটে ঠিকানা খুঁজে নেন তিনি। ঝাঁপিয়ে হাত ছোঁয়ালেও জালে যাওয়া ঠেকাতে পারেননি নুবেল। সতীর্থদের নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ অভিষেকে গোল পাওয়ার আনন্দে মাতেন ব্রাজিলের নতুন ফুটবল সেনসেশন। শেষ পর্যন্ত কষ্টার্জিত জয়ে চ্যাম্পিয়নস লিগের শুরুটা করতে পেরে আনন্দিত রিয়াল শিবির। 

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন