শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

শান্তকে অধিনায়ক করে আফগান সিরিজের দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১, ২০২৪, ২১:৫৫:১৫

118
  • ছবি: ইন্টারনেট

দক্ষিণ আফ্রিকা সিরিজ চলাকালীনই গুঞ্জন ছিল, নাজমুল হোসেন শান্ত তিন ফরম্যাটের নেতৃত্ব ছাড়তে ছান। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) কর্মকর্তাদের সঙ্গে কথাও বলেছেন তিনি। তবে পরে এ ব্যাপারে এখনও সিদ্ধান্ত নেয়নি দেশের ক্রিকেট সর্বোচ্চ সংস্থাটি। এরইমধ্যে শান্তকে অধিনায়ক করে আফগানিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের দল ঘোষণা করেছে বিসিবি। দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ। প্রথমবারের মতো ওয়ানডে দলে ডাক পেয়েছেন ফাস্ট বোলার নাহিদ রানা।

সর্বশেষ ওয়ানডের দল থেকে বাদ পড়েছেন এনামুল হক, তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। সেই সিরিজের প্রথম দুই ম্যাচের দলে ছিলেন পেসার তানজিম হাসান। কাধের চোটের কারণে তাঁকে আফগানিস্তান সিরিজের দলে রাখা হয়নি। অসুস্থতার কারণে দলে নেই উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাস। আফগানিস্তান সিরিজ থেকে বিশ্রাম নিয়েছেন সাকিব আল হাসান।

আগামী ৩ ও ৪ নভেম্বর দুই গ্রুপে ভাগ হয়ে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ। দুই দলের প্রথম ওয়ানডে ম্যাচটি হবে ৬ নভেম্বর। ৯ ও ১১ নভেম্বর হবে পরের দুটি ম্যাচ। সিরিজের সব কটি ম্যাচ হবে শারজায়।

বাংলাদেশ দল: 

নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তানজিদ হাসান, জাকির হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও নাহিদ রানা।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন