শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ২৯ অগ্রহায়ণ ১৪৩১ , ১১ জুমাদাউস সানি ১৪৪৬

খেলা

ব্রাজিলের জার্সিতে মাঠে ফেরার অপেক্ষা আরও বাড়ছে নেইমারের

ক্রীড়া ডেস্ক নভেম্বর ২, ২০২৪, ১০:৪১:১৭

155
  • ছবি: ইন্টারনেট

চোট কাটিয়ে মাঠে ফিরলেও বছরের শেষ আন্তর্জাতিক বিরতিতে বিশ্বকাপ বাছাইয়ের জন্য ঘোষিত ব্রাজিলের স্কোয়াডে জায়গায় হয়নি নেইমারের। তাই দলটির হয়ে মাঠে নামতে তার আরও অপেক্ষা বাড়ছে। গতকাল রাতে ঘোষিত এই দলে জায়গা হয়নি তরুণ স্ট্রাইকার এনদ্রিকেরও। 

বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে ১৪ নভেম্বর ভেনেজুয়েলার বিপক্ষে মাঠে নামবে ব্রাজিল। এরপর ২০ নভেম্বর পরের ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে ‘সেলেসাও’রা।

এক বছরের বেশি সময় দলের বাইরে থাকার পর এ মাসের আন্তর্জাতিক বিরতিতে জাতীয় দলে ফেরার কথা ছিল নেইমারে। এর আগে নেইমারের জন্য সবাইকে ‘ধৈর্য’ ধরার কথাও বলেছিলেন কোচ দরিভাল জুনিয়র। কিন্তু সেই অপেক্ষা এ বছর আর শেষ হচ্ছে না। আপাতত নেইমারকে বাইরে রেখেই নিজের পরিকল্পনা সাজাচ্ছেন দরিভাল, ‘নেইমারের সঙ্গে যা ঘটছে, আমরা সবকিছু কাছ থেকে অনুসরণ করছি। বিশেষ করে ব্রাজিলের হয়ে খেলার সময় তার চোটে পড়ার ঘটনার পর থেকে। গত দুই মাসে দুই–তিনবার তার সঙ্গে আমার কথা হয়েছে। আমরা সবাই তার উন্নতির ব্যাপারে মনোযোগী। সে পুরোপুরি সেরে উঠেছে। কিন্তু মাঠে সে খুব কম মিনিটই পেয়েছে। এটা বড় একটি কারণ। আমার পরেরবার তাকে ফেরানোর জন্য প্রস্তুত থাকব, সেও প্রস্তুত থাকবে।’

ব্রাজিলের জার্সিতে নেইমার অবশ্য ফিরতে চেয়েছিলেন বিশ্বকাপ বাছাইয়ের আসন্ন ম্যাচ দিয়ে। এমনটাই জানিয়েছেন দরিভাল, ‘আমি নিশ্চিত করে বলতে পারি যে, সে দলে থাকতে চেয়েছিল। এবার তাকে দলে রাখতে পারলে আমিও খুশি হতাম। তবে তাকেও পরিস্থিতি বুঝতে হবে। সে খুব কম মিনিটই মাঠে পেয়েছে। কিন্তু তাকে মাঠে কিংবা বেঞ্চে দেখলে আমাদের অনেক দাবি থাকবে। আমার মনে হয়, আমাদের সতর্ক থাকতে হবে।’

নেইমার-এনদ্রিককে ছাড়া ঘোষিত দলে চমক বলতে নটিংহাম ফরেস্টের মুরিলোর জায়গা পাওয়া। ২২ বছর বয়সী এই সেন্টার ব্যাক প্রথমবারের মতো দলে ডাক পেয়েছেন। এ ছাড়া দলে ফিরেছেন ভিনিসিয়ুস জুনিয়রও।

দলে ডাক পাওয়া সদস্যরা আগামী ১১ নভেম্বর থেকে বেলেমে অনুশীলন শুরু করবে। ১৩ নভেম্বর পর্যন্ত প্রস্তুতি নিয়ে প্রথম ম্যাচে ভেনেজুয়েলার মুখোমুখি হবে তারা, পৌঁছাবে মাতুরিনে। এরপর ম্যাচ শেষে তারা ফিরে আসবে সালভাদরে। যেখানে পরের ম্যাচে উরুগুয়েকে আতিথ্য দেবে ব্রাজিল।

এখন পর্যন্ত দক্ষিণ আমেরিকান বাছাইপর্বে ১০ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে ব্রাজিলের অবস্থান। সমান ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে শীর্ষে আর্জেন্টিনা। ১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় কলম্বিয়া ও ১৬ পয়েন্ট নিয়ে তৃতীয় উরুগুয়ে। গোল ব্যবধানে ব্রাজিলের চেয়ে এগিয়ে থাকায় এক ধাপ ওপরে উরুগুয়ে।

ব্রাজিলের ২৩ সদস্যের স্কোয়াড

গোলরক্ষক: বেন্তো, এদেরসন, ওয়েবেরটন।

রক্ষণভাগ: দানিলো, ভ্যান্ডারসন, আবনের, গিলের্মো আরানা, এদের মিলিতাও, গাব্রিয়েল মাগলায়েস, মার্কিনিওস, মুরিলো।

মাঝমাঠ: আন্দ্রে, ব্রুনো গিমারেস, গারসন, লুকাস পাকেতা, আন্দ্রেস পেরেইরা।

আক্রমণভাগ: এস্তেভাও, রদ্রিগো, লুইস হেনরিক, সাভিনিও, ভিনিসিয়ুস জুনিয়র, ইগর জেসুস, রাফিনিয়া।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন