রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

খেলা

পাল্টে গেল ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে স্কোয়াড

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ৬, ২০২৪, ১৬:৪৬:১২

147
  • ছবি: ইন্টারনেট

আগামী ৮ ডিসেম্বর বাংলাদেশের বিপক্ষে ঘরের মাঠে ওয়ানডে সিরিজে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ। এজন্য  ১৫ সদস্যের দলও ঘোষণা করেছিল তারা। তবে সেই দল এবার পাল্টে গেল। স্কোয়াডে দুটি পরিবর্তন এনেছে ওয়েস্ট ইন্ডিজ। চোট পাওয়া দুই পেসার ম্যাথু ফোর্ড ও শামার জোসেফের জায়গায় স্কোয়াডে জায়গা পেয়েছেন মারকুইনো মিন্ডলে ও জেডিয়া ব্লেডস। তারা দুজনেই পেসার।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে মিন্ডলে এখন পর্যন্ত একটি ম্যাচই খেলেছেন। সেটি ২০২২ সালের ডিসেম্বরে অ্যাডিলেড ওভালে অস্ট্রেলিয়ার বিপক্ষে। অর্থাৎ দুই বছর বিরতির পর ডাক পেলেন ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলে। তবে ২৯ বছর বয়েসি এই ডানহাতি পেসার ওয়ানডে স্কোয়াডে জায়গা পেয়েছেন এবারই প্রথম। ২২ বছর বয়েসি বাঁহাতি পেসার ব্লেডসের এটি ওয়ানডেতে প্রথম ডাক। এর আগে কোনো সংস্করণেই অভিষেক হয়নি তাঁর।

গত নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টি সিরিজে ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বশেষ খেলেন ফোর্ড। সেই সিরিজে ঊরুতে পাওয়া চোট থেকে সেরে ওঠেননি। ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লিউআই) সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চিকিৎসক দল মনে করছেন সেরে উঠতে ফোর্ডকে পুনর্বাসন–প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে।

শামার জোসেফ সদ্য শেষ হওয়া বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে পায়ের ‘শিনবোন’–এ চোট পান এই পেসার। সিডব্লিউআইয়ের বিবৃতিতে যেটাকে বলা হয়েছে ‘শিন স্প্লিন্টস’। এই চোটে পায়ের নিচের অংশের হাড়ে ব্যথা অনুভূত হয়। তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ত্রিনিদাদে গত নভেম্বরে শেষ হওয়া ওয়ানডে সংস্করণের টুর্নামেন্ট সুপার ফিফটি কাপে ভালো বোলিংয়ের পুরস্কার হিসেবে জাতীয় দলে ডাক পেলেন মিন্ডলে ও ব্লেডস। 

ওয়েস্ট ইন্ডিজ–বাংলাদেশ ওয়ানডে সিরিজের সব ম্যাচ অনুষ্ঠিত হবে সেন্ট কিটস অ্যান্ড নেভিসে। ৮, ১০ ও ১২ ডিসেম্বর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

নিউজজি/সিআর/নাসি 

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন