রবিবার, ১৯ জানুয়ারি ২০২৫, ৬ মাঘ ১৪৩১ , ১৯ রজব ১৪৪৬

খেলা

সৌদি বিশ্বকাপই হবে ইতিহাসের সেরা: রোনালদো

ক্রীড়া ডেস্ক ডিসেম্বর ১২, ২০২৪, ১১:২২:২৫

113
  • ছবি: ইন্টারনেট

২০৩৪ বিশ্বকাপ মাঠে গড়াতে বাকি এখনও ৯ বছর। তার আগেই বুধবার ফিফা জানিয়ে দেয়, ঐ বছর বিশ্বকাপের একক আয়োজক সৌদি আরব। মরুর দেশে হতে যাওয়া এই বিশ্বকাপ ইতিহাসের সেরা হবে বলে মনে করছেন ক্রিস্টিয়ানো রোনালদো।

ভার্চ্যুয়াল ফিফা কংগ্রেসে বুধবার ২০৩৪ বিশ্বকাপের আয়োজক চূড়ান্ত করতে সদস্য দেশগুলোকে ভোট দিতে বলেছিল ফিফা। সৌদি ছিল একমাত্র বিডার। ফিফার থেকে মরুর দেশের নামটি উচ্চারণ করার পর সদস্যরা যে হাততালি দিয়েছেন, সেটাই ভোট হিসেবে বিবেচনা করা হয়েছে।

ফিফা কংগ্রেসের ভোটের আগে থেকেই সৌদি আরব ২০৩৪ বিশ্বকাপ আয়োজনের জন্য প্রস্তুতি নিতে থাকে জোর কদমে। এই বিশ্বকাপ সামনে রেখে নতুন করে ১১ স্টেডিয়াম বানানোর পরিকল্পনা আগেই হাতে নিয়েছে সৌদি। মরুর দেশটি খরচ করছে বিলিয়ন বিলিয়ন ডলার। আর রোনালদো যেহেতু সৌদি আরবের ক্লাব আল নাসরে ২০২৩ সাল থেকে খেলছেন, মরুর দেশের এমন কর্মযজ্ঞ তাঁর চোখ এড়াবে কী করে। 

সৌদিকে আয়োজক ঘোষণা করার পর নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে এক ভিডিওতে পর্তুগিজ ফরোয়ার্ড বলেন, ‘২০৩৪ সালে সর্বকালের সেরা বিশ্বকাপ হবে। এটা অসাধারণ। এর অবকাঠামো, স্টেডিয়াম, ভক্তদের জন্য সুবিধাসহ সব কিছুই দারুণ। এসব দেখে আমি অনেক খুশি।’সৌদির বিশ্বকাপ আয়োজনের প্রার্থিতার বিরোধিতা শুরু থেকেই করে আসছে বিভিন্ন মানবাধিকার সংগঠন। তবে কোনো আপত্তি কানে তোলেনি ফিফা।দেশটিতে মেয়েদের পর্যাপ্ত স্বাধীনতা নেই বলেও বিভিন্ন নারী সংগঠনগুলোও সৌদিতে বিশ্বকাপ আয়োজনের বিপক্ষে। উল্টো সৌদি আরবের প্রার্থিতা প্রস্তাবের মূল্যায়নে কিছুদিন আগে ইতিবাচক প্রতিবেদনই দিয়েছে ফিফা। দেশটির বিশ্বকাপ আয়োজন পরিকল্পনাকে ৫ এর মধ্যে ৪.২ নম্বর দিয়েছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা, যা এ যাবৎকালের সর্বোচ্চ। এছাড়া রোনালদোর পাশাপাশি করিম বেনজেমা, নেইমার, সাদিও মানের মতো ইউরোপীয় ফুটবলের তারকারা এখন সৌদি আরবের বিভিন্ন ক্লাবে খেলছেন।

প্রায় দুই বছর সৌদি আরবে থাকার কারণে আল নাসর তো বটেই, দেশটির অন্যান্য ক্লাবের ফুটবলারদের খেলার ধরনও বুঝতে পেরেছেন রোনালদো।পর্তুগিজ তারকা ফরোয়ার্ড বলেন,‘যেসব অল্প বয়সী ফুটবলারদের সঙ্গে খেলছি, তাদের মধ্যে থেকে দুই একজন বিশ্বকাপে খেলবে বলে আমি মনে করি। আমার ধারণা তারা উন্নতি করবে। নারী ফুটবলারদেরও উন্নতি হচ্ছে। সব ক্ষেত্রে আমাদের একসঙ্গে জেগে উঠতে হবে। শুধু ফুটবলেই নয়, জীবনের ক্ষেত্রেও সেটা। তাদের কঠোর পরিশ্রম করতে উদ্বুদ্ধ করব আমি।’

২০৩৪ সালে সৌদি আরবের পাঁচ শহরে হবে বিশ্বকাপ ফুটবল। যার মধ্যে রাজধানী শহর রিয়াদেই থাকছে ৮ স্টেডিয়াম। টুর্নামেন্টের সূচি না জানা গেলেও কোন সময়ে হতে পারে, সেটার ব্যাপারে ধারণা পাওয়া গেছে। ২০৩৪ সালের জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে ফুটবল বিশ্বকাপ হওয়ার সম্ভাবনা বেশি।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন