রবিবার, ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ৪ ফাল্গুন ১৪৩১ , ১৭ শাবান ১৪৪৬

খেলা

জাকিরের ব্যাটে চড়ে সিলেটের টানা জয়

ক্রীড়া ডেস্ক জানুয়ারী ১২, ২০২৫, ২০:২৯:৪৬

157
  • ছবি: ইন্টারনেট

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ম্যাচ ঘরের মাঠে ফিরতেই রান পেতে শুরু করেছেন জাকির হাসান। সেই ধারাবাহিকতা রবিবারও ধরে রাখলেন তিনি। তার ব্যাটে মূলত ভর করেই টানা জয়ের দেখা পেল সিলেট সিক্সার্স। 

গত ম্যাচের মত আজ আবার হাফসেঞ্চুরির দেখা পেয়েছেন জাকির। ৪৬ বলে ৩ চার ও ৬ ছক্কায় তার অপরাজিত ৭৫ রানের ইনিংসের সৌজন্যেই খুলনা টাইগার্সের বিপক্ষে সিলেট জিতেছে ৮ রানে।

টসে হেরে ব্যাটিংয়ে নেমে রনি (৪৪ বলে ৫ চার ও ২ ছয়ে ৫৬ রান) ও জাকিরের ফিফটিতে ৫ উইকেটে ১৮২ রান করে সিলেট। রান তাড়া করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৪ রান তুলতে পারে খুলনা।

১৫ রানের মধ্যে সিলেট ২ উইকেট হারিয়ে ফেলার পর তৃতীয় উইকেট জুটিতে রনি ও জাকির মিলে ৬১ বলে তোলেন ১০৬ রান। এ জুটিই মূলত ম্যাচটি জেতে সিলেট।

 রান তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি খুলনার। ১৭ রানে প্রথম উইকেট হারায় তারা। এদিকে ২৪ রানে দ্বিতীয় আর ৪৭ রানে তৃতীয় উইকেট হারিয়ে বসে দলটি। এরপর খুলনাকে আশার আলো দেখান চতুর্থ উইকেটে উইলিয়াম বোসিস্টো ও অধিনায়ক মেহেদী হাসান মিরাজের ৩৩ বলে ৩৪ রানের জুটি। কিন্তু ১৭ রানের মধ্যে এই দুজনই ফিরে গেলে ৫ উইকেটে ৯৮ রান হয়ে যায় খুলনার।

সিলেটের তখন ৪০ বলে জয়ের জন্য প্রয়োজন ছিল ৮৫ রান। ম্যাচটা সামান্য হলেও সিলেটের দিকেই ঝুঁকে ছিল। সেটা খুলনার দিকে অনেকটাই নিয়ে গিয়েছিলেন মোহাম্মদ নেওয়াজ ও মাহিদুল ইসলাম। ষষ্ঠ উইকেট জুটিতে ১৭ বলে ৩২ রান করেন তারা। জুটি ভাঙে তানজিম হাসানের বলে নেওয়াজের আউটে। 

এরপর খুলনাকে জয়ের স্বপ্ন দেখাচ্ছিলেন আবু হায়দার। শেষ ওভারে খুলনার জয়ের জন্য প্রয়োজন ছিল ১৯ রান। মাহিদুল প্রথম বলে সিঙ্গেল নিলে স্ট্রাইক পান আবু হায়দার। টানা দুটি চার মারেন তিনি। খুলনার তখন দরকার ৩ বলে ১০ রান। কিন্তু রুয়েল মিয়ার চতুর্থ বলে ছক্কা মারতে গিয়ে সীমানার কাছে ক্যাচ হয়ে ফেরেন আবু হায়দার। পরের বলে মাহিদুল হন রানআউট। শেষ বলে নাসুম ১ রান নিলে ৮ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে সিলেট।

সব মিলিয়ে ৫ ম্যাচ খেলে দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে সাত দলের মধ্যে ষষ্ঠ স্থানে আছে সিলেট। চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে খুলনা আছে চারে। ৬ ম্যাচের সব কটি জিতে ১২ পয়েন্ট নিয়ে সবার ওপরে রংপুর রাইডার্স। ৫ ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে ফরচুন বরিশাল আছে দ্বিতীয় স্থানে।

সংক্ষিপ্ত স্কোর:

সিলেট স্ট্রাইকার্স: ২০ ওভারে ১৮২/৫ (রনি ৫৬, কর্নওয়াল ৪, মানজি ২, জাকির ৭৫*, জোন্স ২০, জাকের ০, আরিফুল ২১*; আবু হায়দার ৪-০-২৫-২, নাসুম ৩-০-১৭-১, মিরাজ ৪-০-৫৩-০, হাসান ৪-০-২৬-০, নাওয়াজ ২-০-২২-০, জিয়াউর ৩-০-৩৯-২)।

খুলনা টাইগার্স: ২০ ওভারে ১৭৪/৯ (বসিস্টো ৪৩, নাঈম ১১, ইমরুল ২, রাসুলি ১৫, মিরাজ ১৫, নাওয়াজ ৩৩, মাহিদুল ২৮, জিয়াউর ৪, আবু হায়দার ১৪, নাসুম ১*, হাসান ০*; কর্নওয়াল ৪-০-২৮-০, নাহিদুল ৪-০-২৮-১, তানজিম ৪-০-৪৫-২, টপলি ৪-০-৪৫-২, রুয়েল ৪-০-২৮-২)।

ফল: সিলেট স্ট্রাইকার্স ৮ রানে জয়ী।

ম্যাচসেরা: জাকির হাসান।

নিউজজি/সিআর

পাঠকের মন্তব্য

লগইন করুন

ইউজার নেম / ইমেইল
পাসওয়ার্ড
নতুন একাউন্ট রেজিস্ট্রেশন করতে এখানে ক্লিক করুন